বুলবুলে ক্ষতিগ্রস্তদের নিয়ে কুম্ভীরাশ্রু বর্জন করেছিল কেন্দ্র। কিন্তু না সাধারণ মানুষদের পাশে দাঁড়ায়নি মোদী সরকার। কিন্তু মানুষের সেবা করাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানব ধর্ম বলে বিশ্বাস করেন। তাই অন্যান্য জায়গার মত বুলবুল আক্রান্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি। কৃষকদের ক্ষতিপূরণ দিয়েছেন। আর এবার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মহিলাদের স্বনির্ভর করতে দেওয়া হল সেলাই মেশিন।
এখনও পর্যন্ত নবান্ন সূত্রে খবর, কেন্দ্র থেকে কোনও সাহায্যের আশ্বাস পাওয়া যায়নি। কিন্তু রাজ্য প্রশাসন বুলবুলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। এদের মধ্যে ছাত্র-ছাত্রীদের যেমন একদিকে হ্যারিকেন, কেরোসিন তেল দেওয়া হয়েছে পড়াশুনা ও পরীক্ষার জন্য। পাশাপাশি ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মহিলাদের স্বনির্ভর করতে তাঁদের হাতে তুলে দেওয়া হল সেলাই মেশিন।
রাজ্যজুড়ে বুলবুলের তাণ্ডবে সাতটি জেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা। বসিহাট মহাকুমার সুন্দরবন লাগোয়া এলাকায় মৃত্যুর ঘটনা ঘটে ৬ জনের । সব মিলিয়ে কেন্দ্রের কাছে রাজ্য ক্ষতিপূরণের জন্য প্রায় ২৪ হাজার কোটি টাকা অর্থ অনুদান চেয়ে পাঠিয়েছে।
সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসনের তরফে এই উদ্যোগ নেওয়া হয়। পুরুষদের জন্য যে জমির ফসল নষ্ট হয়েছে বিশেষ করে ধান তাদের জন্য ধানঝাড়া মেশিন দেওয়া হল। সেই সঙ্গে ধানের বীজতলা জমির ফসলের বীজ বিনামূল্যে দেওয়া হল। সব মিলিয়ে মহিলা ও পুরুষকে নিজের পায়ে স্বনির্ভর করতে উদ্যোগ নিয়েছে হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসন।