ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনায় বেশ কয়েকদিন ধরে তোলপাড় হয়ে উঠেছে গোটা দেশ। দেশের নারী নিরাপত্তা প্রশ্নের সামনে দাঁড়িয়েছে। হায়দ্রাবাদ কাণ্ডের অপরাধীদের অবিলম্বে শাস্তির দাবির মধ্যেই গতকাল পুলিশের এনকাউন্টারে মারা যায় চার অভিযুক্ত। তবে তাতেও হেরফের হচ্ছে না এহেন নারকীয় ঘটনার। এবার লজ্জায় ঢাকল শহর কলকাতার মুখ। মাত্র ৬ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করল ১৯ বছরের এক যুবক। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে কলকাতার তারাতলা রোডে। যদিও অভিযোগ পাওয়ার পরই শেখ দানিশ নামের অভিযুক্ত ওই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত দরিদ্র ওই শিশুর আস্থানা ছিল ফুটপাত। ঠিকমতো খাবারও জুটত না প্রতিদিন। বৃহস্পতিবার কয়েকজন নাবালিকার সঙ্গে তারাতলা রোডের এক বিয়ে বাড়িতে উচ্ছিষ্ট খাবার আনতে যায় ওই নাবালিকা। তখনই নাবালিকার উপর নজর পড়ে দানিশের। খাবার দেওয়ার নাম করে ওই নাবালিকাকে ভিতরে ডেকে নিয়ে যায় দানিশ। সেখানে বাথরুমের ভিতরে তাঁকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। ঘটনার পর রীতিমতো অসুস্থ হয়ে পরে ওই শিশু। বাড়ি ফিরে নিজের মায়ের কাছে জানায় সব ঘটনা। এরপরই গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করে শিশুটির মা। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।