শুক্রবার কোহলি দাপটে উড়ে গেল ক্যারিবিয়ান ব্রিগেড। প্রথম টি২০ ম্যাচে উড়িয়ে দিয়েছে ভারত। রান মেশিনের রানের গোলার সামনে বিপর্যস্ত পোলার্ড বাহিনী। বিরাট ৫০ বলে খেলেন ৯৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। সেই সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে উড়িয়ে দিল বিরাট বাহিনী। স্বাভাবিক ভাবেই বিশ্বের সেরা ব্যাটসম্যানের এহেন ইনিংসে দেখে উচ্ছ্বসিত বিশ্ববাসী। সেই তালিকায় বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনও। তাই নিজের জনপ্রিয় ফিল্ম ‘অমর, আকবর, অ্যান্টনি’ থেকে সংলাপ উদ্ধৃত করে বিরাট বন্দনা বিগ বি’র।
বিরাটের এই অতিমানবিয় ইনিংসের থেকে বেশি চর্চায় কোহলির ‘নোটবুক সেলিব্রেশন’। ঘটনাটি ঘটে ভারতের ব্যাটিং ইনিংসের ১৫তম ওভারে। সেই ওভারে বল করছিলেন ওয়েস্ট ইন্ডিজ পেসার কেস্রিক উইলিয়ামস। একেবারে খুনে মেজাজে সেই ওভারে ঠেঙিয়ে ২৩ রান করেন কিং কোহলি। আর সেই ওভারেই একটি ছয় মেরে ‘হিসাব খাতায় লিখে রাখেন’ বিরাট। মুহূর্তেই ভাইরাল কোহলির সেই নোটবুক সেলিব্রেশন। সেই ছবিই নিজের টুইটারে শেয়ার করে বিগ বি লেখেন, ‘কত বার বলেছি তোকে, বিরাটকে উত্যক্ত করবি না। কিন্তু তুই শুনিসই না। এখন হাতে চিরকুট ধরিয়ে দিল তো! দেখ দেখ, ওয়েস্ট ইন্ডিজের মুখ দেখ, কত মেরেছে ওকে!’
অমিতাভ বচ্চনের এই টুইট দেখে খুশি স্বয়ং বিরাট ও। তিনি পাল্টা লেখেন, ‘আপনিই আমার অনুপ্রেরণা।’
উল্লেখ্য, ম্যাচ শেষে সেই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে কোহলি বলেন, ‘২০১৭ সালে জামাইকায় আমায় আউট করে উইলিয়ামস এইভাবে সেলিব্রেট করেছিল। তাই আজ আমিও একটু করলাম। মাঠে একটু বাক্য বিনিময় হলেও শেষে আমাদের মধ্যে কোনও সমস্যাই নেই। এটাই হওয়া উচিত বলে মনে করি। খেলার মাঠে প্রতিযোগিতা চলুক কিন্তু শেষে হ্যান্ডশেক আর ‘হাই ফাই’। এটাই তো ক্রিকেট। খেলার মাঠে সেরাটা দাও আর প্রতিপক্ষকে সম্মান কর।’ আসলে এই নোটবুক সেলিব্রেশনটি শুরু করেছিলেন উইলিয়ামস নিজেই। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তাঁর এই সেলিব্রেশন সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই দেখেছেন। শুধু তাই নয়। কোহলির এই ইনিংসের প্রশংসা করেন স্বয়ং ভিভ রিচার্ডস। ম্যাচ শেষে এই তারকা ব্যাটসম্যানের টুইট জ্বলজ্বল করে উঠল বিরাট কোহলির টুইটার হ্যান্ডেল। শুধু একটি শব্দেই বুঝিয়ে দিলেন কোহলির কীর্তি। “অসাধারণ… সত্যিই অসাধারণ…” কোহলির খেলায় মুগ্ধ ভিভ।