মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি আলোচনা করতে চাই। শুক্রবার বিধানসভায় আম্বেদকরের মূর্তিতে মালা দিতে এসে এমনটাই জানালেন রাজ্যপাল জাগদীপ ধনকর। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার তাঁর কথা হয়েছে। তিনি আলোচনায় বসতে চান। নবান্ন, রাজভবন কিংবা যে কোনও জায়গায় যে কোনও সময় মুখ্যমন্ত্রী চাইলে তিনি আলোচনায় বসতে রাজি আছেন। সঙ্গে তাঁর বক্তব্য, ‘সংবিধানে আলোচনাই সমাধানের একমাত্র পথ।’
শুক্রবার বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী। তাই তাঁকে সম্মান জানাতে সস্ত্রীক রাজ্যপাল এদিন বিধানসভায় আসেন। প্রোটোকল অনুযায়ী বিধানসভার ৩ নম্বর গেট দিয়ে ভিতরে ঢোকেন। রাজ্যপালকে স্বাগত জানান বিজেপি বিধায়করা। ছিলেন জোয়েল মুর্মু, স্বাধীন সরকার, সুজিত চক্রবর্তী-সহ আরও অনেকেই। বিধানসভায় ঢোকার সময় স্পিকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাজ্যপাল বলেন, ‘স্পিকার আমাকে কোনো নির্দেশ দেননি। দিতেও পারেন না। আমি বৃহস্পতিবার এসেছিলাম। বি আর আম্বেদকরকে সম্মান জানানোর জন্য শুক্রবার আবার এসেছি।’ এছাড়াও মুখ্যমন্ত্রীর সঙ্গে যে কোনও সময় আলোচনায় বসতে রাজি আছেন বলেও জানান তিনি। রাজ্যপাল জগদীপ ধনকর বলেন, ‘নবান্ন, রাজভবন কিংবা কালীঘাটের বাসভবন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলবেন আমি সেখানেই আলোচনা করতে রাজি আছি। আমি গণতন্ত্রে বিশ্বাস করি।’
প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য-রাজ্যপাল সম্পর্ক তলানিতে যাচ্ছিল। এই পরিস্থিতিতে সমস্ত সংঘাত ভুলে আবারও কেন আলোচনায় বসতে চাইছেন রাজ্যপাল, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা মাথাচাড়া দিয়েছে।