ফের ভারতীয় ক্রিকেট জগতে ম্যাচ ফিক্সিং-এর কালো দাগ লাগল। জানা গেছে, কর্নাটক প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্স করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সুধীন্দ্র শিন্দেকে। কর্নাটক ক্রিকেট সংস্থার (কেএসসিএ)-র ম্যানেজিং কমিটির সদস্য তিনি। বুধবার তাঁকে প্রমাণ-সহ গ্রেফতার করে পুলিশ।
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার ভাস্কর রাও বলেছেন, ‘বেশ কিছু প্রমাণ পাওয়ার পরেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। কয়েক দিনের তদন্তের ভিত্তিতে আমরা কিছু প্রমাণ জোগাড় করেছি। তা পরীক্ষা করে আন্দাজ করা গিয়েছে, সেই অভিযুক্ত ম্যাচ ফিক্স করেছেন।’
কেএসসিএ-র ম্যানেজিং কমিটির সদস্যপদ সামলানোর পাশাপাশি কেপিএল-এর বেলগাভি প্যান্থার্স দলের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। সুধীন্দ্রের সঙ্গে গ্রেফতার করা হয়েছে আলি আশফাক তারাকেও। পুলিশের বক্তব্য অনুযায়ী, ‘সুধিন্দ্রর সঙ্গে আলি আশফাক তারাকেও গ্রেফতার করেছি। তাঁর বিরুদ্ধেও একাধিক ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ পাওয়া গিয়েছে।’ শোনা যাচ্ছে, বুধবার হেফাজতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁর সঙ্গে আরও কারা যুক্ত, তা বার করার চেষ্টা করবে পুলিশ।
কেপিএলে ফিক্সিংয়ের তথ্য আলোয় এসেছে ভবেশ গুলেচার সুবাদে। কর্ণাটক পুলিশ ক্রিকেটারদের সঙ্গে কথা বলে আরও তথ্য সংগ্রহ করতে সচেষ্ট হয়েছে। পুলিশ কমিশনারের কথায়, ‘এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি এতটাই যখন ছড়িয়েছে, তার মানে কেপিএল আয়োজনকারীরাও এর সঙ্গে যুক্ত থাকতে পারেন। এমনকি এর সাথে যুক্ত থাকতে পারে ক্রিকেটারেরাও। তাই সবদিক খতিয়েই দেখা হবে।