কলকাতা: ২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। ফলে টানা বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছেন না রাজ্যবাসী। প্রায় প্রতিদিনই জারি রয়েছে বৃষ্টি। এর মধ্যেই দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টি শুরু হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। বৃষ্টির কোপ থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গও।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই এখন কমবেশি বৃষ্টি হচ্ছে। তবে আগামী বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বুধবার ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার একই সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়।
পাশাপাশি দক্ষিণবঙ্গে শনিবার বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছু জেলায়। বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। রবিবারের জন্যেও এই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সতর্কতা জারি করা হয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়িতে এবং রবিবার সেই সঙ্গে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারেও কমলা সতর্কতা রয়েছে। সোমবার পর্যন্ত এই জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। দুর্যোগের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরেও। বাকি জেলা সহ সর্বত্রই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।