হাওড়া: ক্লাসরুমে পড়া না করে গিয়ে একদম লাস্ট বেঞ্চে বসার অভ্যাস এবার আর নয়! ব্যাকবেঞ্চে বসে ‘কাটাকুটি’ খেলার দিন এবার অতীত! হাওড়ার একটি প্রাথমিক স্কুলের ক্লাসরুম থেকে এবার তুলে দেওয়া হল ব্যাকবেঞ্চ। আন্দুল মৌড়িগ্রামের মহিয়াড়ি রাণীবালা কুণ্ড চৌধুরী প্রাথমিক বালিকা বিদ্যালয়ে চালু করা হল ‘নো ব্যাকবেঞ্চার, জয়ফুল লার্নিং’ মডেল।
এবার এই নয়া মডেলের সুবাদে বেঞ্চে পড়ুয়ারা পরপর বসতে পারছে। থাকছে না কোনও লাস্ট বা প্রথম বেঞ্চ। শিক্ষক ও শিক্ষিকারা ক্লাসরুমের মাঝখানে দাঁড়িয়ে পড়াচ্ছেন। ক্লাসরুমের বেঞ্চগুলিকে ইংরেজির ‘ইউ’ অক্ষরের মতো সাজানো হয়েছে। অতএব, শিক্ষক-শিক্ষিকারা সব ছাত্রীকেই পড়ানোর সময় দেখতে পাচ্ছেন।
হাওড়ার এই স্কুলে ৫৫৬ জন পড়ুয়া রয়েছে। ১২টি ঘরে ক্লাস হয়। আপাতত ৬টি ক্লাসরুমে এই সিস্টেম চালু করা হয়েছে। বাকি ক্লাসরুমগুলিতেও একই মডেল চালু করার ইচ্ছা রয়েছে স্কুল কর্তৃপক্ষের। স্কুল থেকে ব্যাকবেঞ্চের ধারণা উঠে যাওয়ায় অভিভাবকরাও খুশি হয়েছেন।
প্রসঙ্গত, একটি মালায়ালম সিনেমায় ‘নো ব্যাকবেঞ্চার, জয়ফুল লার্নিং’-এর মডেল দেখানো হয়। এই সিনেমা দেখার পর ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে সারা দেশের বিভিন্ন স্কুল এই মডেল ফলো করতে শুরু করেছে।