প্রতিবেদন : হেডিংলেতে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে হারলেও দুরন্ত পারফর্ম করেছে টিম ইন্ডিয়ার টপ অর্ডার। ইংল্যান্ডের মাটিতে অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। এবার নতুন রেকর্ডের হাতছানি তাঁর সামনে। দ্বিতীয় টেস্টে তাঁর কাছে থাকছে কিংবদন্তি সুনীল গাভাস্কারের
৪৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ।
লিডসে প্রথম টেস্টে ১৫৯ বলে ১০১ রান করেন যশস্বী। মাত্র ২০টি টেস্ট ম্যাচে যশস্বী করে ফেলেছেন ১৯০৩ রান। ১০টি অর্ধশতরানের পাশাপাশি আছে ৫টি শতরান। গড় ৫২.৮৬।
দ্বিতীয় টেস্টে আর ৯৭ রান করলেই দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে ২০০০ রান করে ফেলবেন যশস্বী। যে রেকর্ড ১৯৭৬ সালে গড়েছিলেন সুনীল গাভাস্কার। তিনি ২০০০ রান করেছিলেন ২৩টি টেস্টে।
এর পিছনে রয়েছেন রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র শেহবাগ। তাঁরা দুজনেই ২৫টি টেস্টে ২০০০ রান করেছিলেন। ইনিংসের ক্ষেত্রে এই দুই তারকা ক্রিকেটারকে টপকে যাওয়ার সুযোগ থাকছে যশস্বীর কাছে। দুজনেই ৪০ ইনিংসে ২০০০ রান করেছিলেন। যশস্বী খেলেছেন ৩৮টি ইনিংস। ফলত সেক্ষেত্রেও রেকর্ডের দরজায় টোকা দিচ্ছেন তিনি।




