প্রতিবেদন : আরও একবার অভাবনীয় নৃশংসতার ছবি ফুটে উঠল বিজেপিশাসিত উত্তরপ্রদেশে।(Uttarpradesh )প্রেমিকের সঙ্গে মধুচন্দ্রিমায় যাওয়ার পথে ‘বাধা’ হয়ে দাঁড়িয়েছিল দুই সন্তান! বিষ খাইয়ে পাঁচ বছর ও এক বছরের সেই দুই শিশুকে খুন করলেন মা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফফরনগরের রোডকালি গ্রামে। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অভিযুক্ত মহিলা। তার প্রেমিক পলাতক। তাঁর খোঁজে চলছে তল্লাশি চলছে।
Read More: রাজ্যের আইনকে ‘যৌনকর্মী’দের সঙ্গে তুলনা, সুকান্তকে ক্ষমা চাইতে হবে! দাবি তৃণমূলের
সূত্রের খবর, বৃহস্পতিবার ৫ বছরের আরহান ও এক বছরের এনায়াকে বাড়ির মধ্যেই অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। তড়িঘড়ি তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।(Uttarpradesh )ঘটনার খবর পেয়ে দেহ দু’টি ময়নাতদন্তে পাঠায় পুলিশ। সেই রিপোর্টেই বিষক্রিয়ায় মৃত্যুর ব্যাপারটি প্রকাশ্যে আসে। এরপরেই শিশুদের মা মুসকানকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখানেই নিজের দোষ কবুল করে নেন মুসকান। এরপরই তাকে গ্রেফতার করা হয়। এদিকে এই ঘটনা ঘটাতে মুসকানের প্রেমিক জুনেইদ সাহায্য করেছিল বলেও পুলিশকে জানিয়ে দেন তিনি।

পাশাপাশি জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মুসকানের সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে জুনেইদের। স্বামী কর্মসূত্রে বাইরে থাকায় দু’জনের ঘনিষ্ঠতা আরও বাড়তে থাকে। এরই মধ্যে সন্তানরা পরকীয়ায় বাধা হয়ে উঠতে পারে বলে মনে করছিলেন মুসকান। তাই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাদের হত্যা করার পরিকল্পনা করেন তিনি। সেই অপরাধে তাকে সঙ্গ দেন প্রেমিক। এমনকী দুই সন্তানকে খুন করার পর প্রেমিকের সঙ্গে হানিমুনে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন মুসকান! শীঘ্রই মুসকানের প্রেমিককেও গ্রেফতার করা হবে বলে জানিয়েছে সূত্র।
Link: https://x.com/ekhonkhobor18/status/1936431911829979476?s=19