কলকাতা: গরমে নাজেহাল অবস্থা। আকাশ মেঘলা থাকলেও গরম কিন্তু কমেনি। তবে জানা যাচ্ছে, পরিস্থিতি ঠিক থাকলেই শীঘ্রই রাজ্যে প্রবেশ করতে চলেছে বর্ষা। আগামী বুধবারের মধ্যেই বঙ্গে বর্ষার প্রবেশ। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।(Weather Update) পাশাপাশি তাপমাত্রাও কমার সম্ভাবনা। সপ্তাহভর দক্ষিণ ও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
Read More: ‘সত্যি শোনার সাহস নেই’, দেশজুড়ে মৃত্যুমিছিল নিয়ে মোদী সরকারকে কাঠগড়ায় তুললেন মমতা
শুধু বাংলা নয়, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, কেরল, মাহে, মধ্য মহারাষ্ট্র, ছত্তিশগড় ও গুজরাটে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।(Weather Update) আবার, আগামী ৩ দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে রাজ্যে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি । রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৫ থেকে ৯১ শতাংশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। মঙ্গল ও বুধবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে। তবে অতি ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। বৃহস্পতি ও শুক্রবারেও ভারী বৃষ্টি চলবে পশ্চিমের জেলাগুলিতে। এছাড়া ৩০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। মালদহ ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং-সহ অন্যান্য জেলাতে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1934560379977511294