কলকাতা : গত কয়েকমাসে বারবার মর্মান্তিক মৃত্যুমিছিলের সাক্ষী থেকেছে দেশ। জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ভয়াবহতার স্মৃতি এখনও তরতাজা দেশবাসীর মনে। গত বৃহস্পতিবার আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় তোলপাড় সারা দেশ। তারপরই কেদারনাথের পথে চপার-বিপর্যয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। পাশাপাশি প্রকাশ্যে এসেছে পুনেতে সেতু ভেঙে প্রাণহানির ঘটনাও। সারা ভারতে একের পর এক এহেন দুর্ঘটনায় কেন্দ্রকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)
Read More: জানা যাবে বিপর্যয়ের কারণ! উদ্ধার দুর্ঘটনাগ্রস্ত বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্স
সোমবার বিধানসভার অধিবেশনে দেশের মানুষের দুরবস্থার কথা উল্লেখ করে মোদী সরকারের ব্যর্থতার ছবি তুলে ধরলেন মমতা।(Mamata Banerjee) এদিন বিধানসভার অধিবেশনে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরতেই বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীর বক্তব্যে বাধা দেওয়ার চেষ্টা করেন। স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট হন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বিজেপিকে কড়া ভাষায় তোপ দাগেন। “সত্যি কথা শোনার সাহস নেই। চোরেদের সরকার একটা কেন্দ্রে”, সাফ জানান তিনি।

এখানেই থেমে থাকেননি মমতা। “রোজ দুর্ঘটনা, রোজ মানুষের মৃত্যুর মিছিল। লজ্জা করে না? মানুষকে নিরাপত্তা দিতে পারে না। মানুষের জীবন যৌবন বিপর্যস্ত। আজ সারা ভারত জুড়ে মৃত্যুর মিছিল। কোথায় সম্মান দিয়ে বাঁচা উচিত। তা নেই”, স্পষ্ট বক্তব্য তৃণমূল সুপ্রিমোর।
Link: https://x.com/ekhonkhobor18/status/1934558747961213203