আহমেদাবাদ : একটি ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছিল আগেই। এবার খোঁজ মিলল এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্সের।(Black Box) রবিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তদন্তকারী আধিকারিকরা এই তথ্য জানিয়েছেন। গত শুক্রবার যে হস্টেলের ছাদে বিমানটি আছড়ে পড়েছিল, সেখান থেকে প্রথম ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়েছিল। এবার ধ্বংসস্তূপের নিচ থেকে দ্বিতীয় ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়েছে।
Read More: দিঘার হোটেল ও টোটো ভাড়া নিয়ন্ত্রণে কড়াকড়ি, রথযাত্রার আগেই তৎপর প্রশাসন
তদন্তকারীরা জানিয়েছেন, দুটি ব্ল্যাক বক্স(Black Box) খতিয়ে দেখা হবে। দুর্ঘটনার কারণ এবং ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তে বিমানে কী কী হয়েছিল, তা জানা যাবে শীঘ্রই। গত বৃহস্পতিবার টেক অফের খানিকক্ষণের মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান এআই ১৭১। লন্ডনগামী এই উড়ানের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪১ জনের। জীবিত অবস্থায় ১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, সব প্লেনেই দু’রকমের ব্ল্যাক বক্স রাখা থাকে। একটি ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর), অপরটি ফ্লাইট ডেটা রেকর্ডার (এফডিআর)। কোনও দুর্ঘটনা হলে এই দুই রেকর্ডিং থেকে কী ঘটেছিল সেটার একটা ছবি ভেসে ওঠে তদন্তকারীদের সামনে। ফ্লাইট ডেটা রেকর্ড থেকে পাওয়া যায় অক্ষাংশ-দ্রাঘিমাংশের হিসেব, বিমানের অভিমুখ, গতিবেগ ইত্যাদি ৮০ রকমের তথ্য পাওয়া যায়। প্রথমে মেটালিক স্ট্রিপে রেকর্ড হত বিমানের ভিতরের সব ঘটনা। যাতে জলে কিংবা আগুনেও নষ্ট না হয় তথ্য। পরবর্তীতে ব্ল্যাক বক্সে রাখা হয় ম্যাগনেটিক ড্রাইভ এবং মেমরি চিপও।
Link: https://x.com/ekhonkhobor18/status/1934556744702931350