খাতড়া: বড়সড় বিতর্কের কেন্দ্রে বঙ্গ গেরুয়াশিবির।(BJP Bengal) এবার ভরা বাজারে খোদ রাজ্যের মন্ত্রীর স্বামীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাস্থল বাঁকুড়ার খাতড়া। শুক্রবার রাতে এই ঘটনায় স্বাভাবিকভাবেই ছড়িয়েছে চাঞ্চল্য। রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডিকে খাতড়া শহরের দাসের মোড় এলাকায় মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরেই স্থানীয় তৃণমূল কর্মী ও পুলিশ গিয়ে তুহিন মান্ডিকে উদ্ধার করেন। পরে খাতড়া মহকুমা হাসপাতালে তাকে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। রাতেই পুলিশের কাছে স্থানীয় বিজেপি নেতা শান্তনু সিংহ-সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তুহিন মান্ডি। ৪ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
Read More: নিট ইউজি-র মেধাতালিকায় প্রথম বিশে বাংলার ২ পড়ুয়া
ঘটনা প্রসঙ্গে জ্যোৎস্না মান্ডি জানিয়েছেন, “অন্যান্য দিনের মতোই আমার স্বামী শুক্রবার রাত আটটা নাগাদ খাতড়ার করালি মোড় দাসের মোড় এলাকায় গিয়েছিলেন। সেই সময়েই তার উপরে স্থানীয় বিজেপি নেতা শান্তনু সিংহের নেতৃত্বে ১৫-১৬ জন অতর্কিতে তাকে আক্রমণ করে। তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। আমার স্বামী রাজনীতি করেন না। উনি একজন সরকারি কর্মী। তারপরেও বিজেপির দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে আমাকে টার্গেট করেই আমার স্বামীর উপর এই ঘৃণ্য হামলা চালিয়েছে।”

পাশাপাশি তাঁর কথায়, “শান্ত শহর খাতড়াকে অশান্ত করার জন্যই বিজেপি(BJP Bengal) আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। আমার স্বামীর উপরে এই হামলার মূল পান্ডা হলেন স্থানীয় বিজেপি নেতা শান্তনু সিংহ। শান্তনূর নেতৃত্বে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা চলছে।” খাতড়া মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তুহিন মান্ডির একটি হাতে চোট লেগেছে। লাঠির ঘায়ে পিঠেও আঘাত লেগেছে। এক্স রে হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় রাতেই ৪ জনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1933874724440101268