প্রতিবেদন : বিভীষিকাময় বিমান বিপর্যয়ের পর কেটে গিয়েছে দুই দিন। বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দরের কাছে টেক অফের ৩০ সেকেন্ড পরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। উড়ানটিতে ছিলেন মোট ২৪২ জন। তাঁদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৪১ জনের। ঘটনায় এখনও আতঙ্কের রেশ সারা দেশে। আতঙ্কিত অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নারও।(David Warner) ভবিষ্যতে কখনও এয়ার ইন্ডিয়ার বিমানে না ওঠার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি!
Read More: চুরমার ‘চোকার্স’ তকমা, অজিদের হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় দক্ষিণ আফ্রিকার
ভয়াবহ দুর্ঘটনার পরদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন ওয়ার্নার।(David Warner) এয়ার ইন্ডিয়ার বিমানের দুরবস্থা নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়। সেখানে এক নেটিজেনের মন্তব্যের স্ক্রিনশট পোস্ট করেন ৩৮ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ওয়ার্নার উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, “এই ছবি সত্যি হলে খুবই যন্ত্রণাদায়ক। ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারকে সমবেদনা। আর কখনও এয়ার ইন্ডিয়ার বিমানে সফর করব না। এমন মর্মান্তিক ছবি দেখার পর সেটা আর সম্ভব নয়।”

উল্লেখ্য, এর আগেও এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছিল ওয়ার্নারকে। মার্চে এয়ার ইন্ডিয়ার বিমানে যাওয়ার কথা ছিল অজি ক্রিকেটারের। কিন্তু যে বিমানে ওয়ার্নার-সহ যাত্রীরা উঠেছিলেন, সেখানে কোনও পাইলটই ছিলেন না। ফলে উড়ান ছাড়তে অনেক দেরি হয়। নির্ধারিত সময়ের অনেক পরে ছাড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। যাত্রা শেষে গোটা বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়েছিলেন অজি তারকা। পোস্টে লেখেন, “আমরা বিমানে উঠে পড়লাম, তারপর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হল পাইলটের জন্য। আপনারা পাইলটবিহীন উড়ানে কেন যাত্রীদের বসান?’ পোস্টে এয়ার ইন্ডিয়াকে ট্যাগও করেছিলেন প্রাক্তন অজি ওপেনার।
Link: https://x.com/ekhonkhobor18/status/1933885450915291595