নয়াদিল্লি: চলতি বছর ৪ মে নিট ইউজি-র আয়োজন করা হয়েছিল। দেশ এবং বিদেশের মোট ৫৬৬টি শহরে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৫,৪৬৮টি। মেডিক্যালের স্নাতকে ভর্তির প্রবেশিকা নিট ইউজি-র(NEETUG) পরীক্ষা হয় চলতি বছরের মে মাসে। পরীক্ষা শেষের ১০ দিনের মাথায় ফল প্রকাশ হল শনিবারই। প্রথম ২০-র তালিকায় ২ বাংলার পড়ুয়ারা৷
Read More: বিমানবন্দরে পাখির উপদ্রব থাকলেও কেন নেওয়া হয়নি ব্যবস্থা! প্রশ্নের মুখে মোদী-শাহ
পশ্চিমবঙ্গ থেকে প্রথম ২০-এর মেধা তালিকায় রয়েছেন দু’জন। ষোড়শ স্থানে রচিত সিংহচৌধুরি এবং ২০ তম স্থানে রূপায়ন পাল। এ ছাড়াও ৬৭তম স্থানে রয়েছেন আর এক বাঙালি, অনীক ঘোষ। ২০২৫ এর পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন ২,২৭,৬০৬৯ জন। পরীক্ষা দিয়েছিলেন ২,২০,৯৩১৮ জন।

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টে(NEETUG) এবার পুরুষ এবং মহিলা পরীক্ষার্থী ছিলেন যথাক্রমে ৯৬৫৯৯৬ এবং ১৩১০০৬২ জন। এছাড়া, রূপান্তরকামী পরীক্ষার্থী ছিলেন ১১ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা এবারে ছিল কম।
Link: https://x.com/ekhonkhobor18/status/1933872373180318003
পরীক্ষার্থীরা neet.nta.ac.in এবং nta.ac.in এই দু’টি ওয়েবসাইট থেকে তাঁদের ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি রেজাল্ট দেখা যাবে উমাঙ্গ অ্যাপ এবং ডিজিলকারের মাধ্যমেও। এ বছরই প্রথম পরীক্ষার্থীদের নথিভুক্ত মেল আইডিতে নিট ইউজি-র স্কোরকার্ড-ও পাঠাবে এনটিএ।