কলকাতা : চলবে সংস্কারের কাজ। যার জেরে চলতি জুন মাসে পরপর ৩ দিন ভোরে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। সেই সময় বিকল্প পথে যাতায়াত করবে পণ্যবাহী এবং ছোট গাড়ি। রাজ্য পূর্তদফতর সূত্রে খবর, বিদ্যাসাগর সেতুর সংস্কার(Renovation) করা হবে। তাই আগামী ১৩, ১৪ এবং ১৫ জুন ভোর সাড়ে চারটে থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত এই সেতুতে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
Read More:মশকরা ছাড়া কোনও গঠনমূলক আলোচনা নেই প্রধানমন্ত্রীর নৈশভোজে, ক্ষুব্ধ তৃণমূল
পাশাপাশি, ওই ৩ ঘণ্টা লরির মতো ভারী পণ্যবাহী গাড়ি নিবেদিতা সেতু হয়ে কলকাতায় ঢুকবে। পাশাপাশি ছোট গাড়ি হাওড়া ব্রিজ দিয়ে চলাচল করবে। তবে সাড়ে ৭ টার পর থেকে বিদ্যাসাগর সেতু দিয়ে ফের স্বাভাবিক হবে গাড়ি চলাচল। হাওড়া, সাঁতরাগাছির বিভিন্ন এলাকার সঙ্গে শহর কলকাতার সড়ক পথে যোগাযোগের অন্যতম মাধ্যম বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। এছাড়া রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের কারণেএই সেতু যথেষ্ট গুরুত্বপূর্ণ। নিত্যদিন প্রায় ছোট বড় মিলিয়ে কয়েক হাজার গাড়ি যাতায়াত করে এই ব্রিজ দিয়ে।

উল্লেখ্য, সম্প্রতিই ৩৩ বছরে পা রেখেছে বিদ্যাসাগর সেতু। ৮২৩ মিটার দীর্ঘ এই সেতুটি ভারতে দীর্ঘতম কেবল সেতু। সেতু নির্মাণের পর থেকে ২৭ বছর কেটে গিয়েছে। ফলত নির্মাণকাজে(Renovation) ব্যবহৃত স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, ডেক স্ল্যাব, এক্সপ্যানশন জয়েন্ট প্রভৃতির বয়সও ২৫ বছর পার করেছে। সেই কারণেই এখন সেগুলি বদলের প্রয়োজন হয়ে পড়েছে। সেতু বিশেষজ্ঞদের মতে, কোনও সেতু দিয়ে টানা ২৫ বছর গাড়ি যাতায়াত করলেই তা সংস্কারের প্রয়োজন হয়। নইলে বিপদের সম্ভাবনা থাকে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1932795439499391076