কলকাতা : সোমবার থেকেই শুরু হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন। কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনা। তাঁদের সেই বীরত্ব ও বিক্রমকে সম্মান জানাতেই মঙ্গলবার প্রস্তাব পেশ হয়েছিল বিধানসভায়। সেই প্রস্তাব নিয়ে বলতে উঠে কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) এবারের অভিযানে পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনার সুযোগ ছিল বলেই মনে করেন তিনি।
Read More: পুরীর রথযাত্রায় এবার বিশেষ অভিজ্ঞতা অর্জন করবেন আইআইটি, আইআইএম-এর পড়ুয়ারা
মুখ্যমন্ত্রীর কথায়, “সেনাদের পুরোপুরি সম্মান জানিয়ে বলব কেন্দ্র সরকারকে আরও স্ট্রং হওয়া উচিত।” এদি বিধানসভায় তিনি বলেন, “আমরা সন্ত্রাসবাদের সমর্থক নই। সন্ত্রাসবাদের কোনও জাত ধর্ম হয় না। ট্যুরিস্টদের উপর অত্যাচার হয়েছে। খুন হয়েছে। শুধু শোক জানিয়ে ছোট করে ব্যাপারটা শেষ হয় না। তাদের পরিবারকে সমবেদনা জানাই।”
পহেলগাঁও জঙ্গি হামলায় বাংলার ৩ জন প্রাণ হারিয়েছিলেন। একজন সংখ্যালঘু টাট্টু চালক পর্যটকদের সাহায্য করেছিলেন। সেই স্মৃতির উল্লেখ করে মমতা(Mamata Banerjee) বলেন, “এক সংখ্যালঘু যুবক প্রাণ দিয়েছেন হিন্দুদের বাঁচাতে। তাকেও কুর্নিশ জানাই। সেনাবাহিনীকে আমরা সম্মান জানাই। ৩ বাহিনীকেই আমার সেলাম জানাই। সন্ত্রাসবাদের কোনও ক্ষমা নেই।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1932419342618276150
পাশাপাশি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রকে সমালোচনায় বিঁধেছেন মমতা। বলেছেন, “জঙ্গিরা কোথা থেকে এল, মেরে দিয়ে চলে গেল। তাদের ধরা হল না। এবার তো সুযোগ ছিল পাক অধিকৃত কাশ্মীরকে আমরা ফেরত আনতে পারতাম। নিজেদের মধ্যে কোনও গ্যাপ হচ্ছে না তো যার জন্য বহিরাগত শক্তি ঢুকছে? কেন্দ্র সরকারকে আরও স্ট্রং হওয়া উচিত।” নিরাপত্তা পরিষদের কমিটিতে পাকিস্তানকে রাখা নিয়েও সরব হয়েছেন মমতা। কেন এই পদ পাওয়া আটকাতে পারল না কেন্দ্র? প্রশ্ন তুলেছেন তিনি।