কলকাতা : কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতস্বরূপ ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সেনাবাহিনীর এহেন বীরত্বকে শ্রদ্ধা জানাতে রাজ্য বিধানসভায় মঙ্গলবার বিশেষ প্রস্তাব পেশ করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়েই পুলওয়ামা হামলার প্রসঙ্গ তুলে কেন্দ্রের শাসকদল বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee)
Read More: কেন ফেরত আনা গেল না পাক অধিকৃত কাশ্মীর! কেন্দ্রকে একহাত নিলেন মমতা
মুখ্যমন্ত্রীর বক্তব্য, ”নির্বাচন আসলেই একটা পুলওয়ামা করতে হবে! এটা যেন না হয়।” বিগত ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেনার কনভয়ে জঙ্গি হামলায় শহিদ হন ৪০ জন। ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিলেন কেউ কেউ। তার মধ্যে অন্যতম জম্মু-কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল সত্যপাল মালিক। ঘটনার ৪ বছর পর এক সাক্ষাৎকারে মোদী সরকারের বিরুদ্ধে তাঁর বিস্ফোরক অভিযোগ ছিল, “পুলওয়ামার সেই ঘটনার জন্য পদে পদে সরকারের ব্যর্থতা, দায়িত্বজ্ঞানহীনতা এবং অপরিপক্কতা দায়ী।”
এদিন বিধানসভায় সত্যপাল মালিকের সেই বক্তব্যই তুলে ধরেন মমতা।(Mamata Banerjee) প্রশ্ন তোলেন, পহেলগাঁওয়ে পর্যটকদের নিরাপত্তা ছিল না কেন? তাঁর কথায়, ”সেনাদের সম্মান জানিয়ে, জন্মভূমিকে শ্রদ্ধা জানিয়েও বলব, কেন্দ্র সরকারের আরও স্ট্রং হওয়া উচিত ছিল।” মুখ্যমন্ত্রীর কথায়, ”বাংলাই একমাত্র নির্বাচিত সরকার যেখানে সন্ত্রাসের বিরুদ্ধে প্রস্তাব আনা হচ্ছে। সব বিধানসভা, লোকসভায়, রাজ্যসভায় এই প্রস্তাব আনা উচিত।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1932428076077764970
প্রসঙ্গত, রাজ্য সরকারের আনা এই প্রস্তাবকে সমর্থন জানিয়েও বিজেপি এমন সব প্রশ্ন তুলেছে, যা অযৌক্তিক বলেই মনে করছে তৃণমূল। বিজেপির এই ভূমিকায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বলেন, ”আমি জন্মভূমিকে শ্রদ্ধা জানাই। কিছু মানুষ দেশকে ভালোবাসে। আর কেউ কেউ নিজের ‘মার্কেটিং’ করতে ভালোবাসেন।’’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। ”আপনি বিরোধী দলনেতা? লজ্জা! সামান্য ভদ্রতাও জানেন না। বিধানসভায় মিথ্যা বলছেন! বাইরে কী করেন কে জানে?”, সাফ জানান মমতা।