প্রতিবেদন : চলছে আকস্মিক অবসরের পালা। কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার হেনরিখ ক্লাসেন।(Nicholas Pooran) এবার একই পথে হাঁটলেন নিকোলাস পুরান। সোমবার রাতে নিজের সিদ্ধান্তের কথা জানালেন ২৯ বছর বয়সী ক্যারিবিয়ান ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে আর খেলতে দেখা যাবে না তাঁকে। তবে ফ্যাঞ্চাইজি লিগগুলিতে খেলবেন পুরান।
Read More: বসছে সিসিটিভি ক্যামেরা, পোস্তায় ব্যবসায়ীদের নিরাপত্তায় পদক্ষেপ লালবাজারের
পুরানকে(Nicholas Pooran) বর্তমান প্রজন্মের সেরা টি-২০ ব্যাটারদের মধ্যে অন্যতম বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সোমবার রাতে ইনস্টাগ্রামে দীর্ঘ বিবৃতি দিয়ে পুরান জানান, “অনেক ভেবেচিন্তে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেট আমার অত্যন্ত ভালোবাসার জায়গা। অনেক আনন্দ, স্মৃতি দিয়েছে এই ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে। মেরুন জার্সি পরে মাঠে নেমে জাতীয় সঙ্গীত গাওয়া-বলে বোঝাতে পারব না এটা আমার জন্য কতবড় সৌভাগ্য। ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়ার কথাও কখনও ভুলব না।”
বিদায়ী বার্তার শেষে সতীর্থ, ভক্ত, পরিবার, বন্ধু সকলকে ধন্যবাদ জানিয়েছেন পুরান। সেই সঙ্গে জানিয়েছেন, অবসর নিলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা এতটুকুও ম্লান হবে না। জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটারকে আগামী দিনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1932358051266523641
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে সবচেয়ে বেশি টি-২০ খেলার নজির রয়েছে পুরানের। ১০৬টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আগামী দিনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে দেখা যাবে পুরানকে। কেরিয়ারের মধ্যগগনেই ক্রিকেটাররা যেভাবে জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন, তাতে কি আদৌ বজায় থাকবে আন্তর্জাতিক ক্রিকেটের জৌলুস? সংশয় প্রকাশ করেছে ক্রিকেটমহলের একাংশ।