লখনউ : ফের ‘অনার কিলিং’য়ের(Honour Killing) ভয়াল অন্ধকার ঘনিয়ে এল বিজেপিশাসিত উত্তরপ্রদেশে। এবার পরিবারে বিরুদ্ধে গিয়ে প্রেমিকের সঙ্গে লিভ ইন করার ‘অপরাধ’-এ এক যুবতীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল তাঁর পরিবারের বিরুদ্ধে।
Read More: ভোট এলেই পুলওয়ামা! পহেলগাঁও কাণ্ডে সেনাকে শ্রদ্ধা জানিয়ে বিজেপিকে নিশানা মমতার
ঘটনায় মৃতের বাবা ও দাদাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। সূত্র মারফত জানা গিয়েছে, গত ৩ জুন সরস্বতী মালিয়ান নামে এক যুবতীর অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়। এরপরই এই ঘটনার তদন্তে নামে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে আসে, পরিবারের অমতে গিয়ে প্রেমিকের সঙ্গে থাকতেন সেই যুবতী। এরপরই মৃতের বাবা ও দাদাকে আটক করে পুলিশ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1932429509007184125
প্রসঙ্গত, পুলিশি জেরায় মৃতের বাবা রাজবীর সিং ও দাদা সুমিত কুমার নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় তাঁদের দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত দু’জন স্বীকার করে নেন যে, গত ২৯ মে সরস্বতীকে খুন করে তারা।(Honour Killing) এরপর দেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। জানা গিয়েছে, পরিবারের তরফে সরস্বতীর ২০১৯ সালে প্রথমবার বিয়ে দেওয়া হয়। সেই বিয়ে ভেঙে গেলে ২০২২-এ আবার বিয়ে দেন পরিবারের সদস্যরা। সেই বিয়েও ভেঙে যায়। এরপরই প্রেমিকের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন সরস্বতী। কিন্তু মেয়ের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি পরিবারের সদস্যরা। এরপরই মেয়েকে হত্যা করার সিদ্ধান্ত নেয় রাজবীর।