প্রতিবেদন : কেটে গিয়েছে বছরের পর বছর। বাংলার প্রতি মোদী সরকারের দুয়োরানিসুলভ আচরণ রয়ে গিয়েছে সেই একইরকম। এ রাজ্যের একশো দিনের প্রাপ্য কাজের টাকা বিগত তিন বছর ধরে বন্ধ করে রেখেছে কেন্দ্র।(MNREGA) রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে একটিও টাকা দেওয়া হয়নি বাংলাকে। সেই বকেয়া টাকার অঙ্ক ছাড়িয়েছে ২২ হাজার কোটি টাকারও বেশি। অথচ বেআইনিভাবে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, বিহার এবং মহারাষ্ট্রকে টাকা দিয়েছে কেন্দ্র।
Read More: পদপিষ্ট কাণ্ডের জেরে বেঙ্গালুরু থেকে সরল একাধিক ম্যাচ, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের
উক্ত রাজ্যগুলির মধ্যে তিনটিই বিজেপিশাসিত। আর ক্ষমতা দখলের আশায় তামিলনাড়ুকে অতিরিক্ত টাকা দেওয়া হয়েছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। বিগত ৩ বছরে এই ৪টি রাজ্যকে ১৩ হাজার কোটি টাকা দিয়ে দিয়েছে কেন্দ্র।
Link: https://x.com/ekhonkhobor18/status/1932416181451071644
বিগত ২০২২ সালে বাংলার প্রাপ্য ছিল ৭,৫০৮ কোটি টাকা।(MNREGA) বাংলার প্রাপ্য থেকে নিয়ে তামিলনাড়ুকে ২০২৩ আর্থিক বছরে দেওয়া হয়েছে ৯,৭০৭ কোটি টাকা। ২০২৪-এ তা বেড়ে হয়েছে ১২,৬০৩ কোটি টাকা। অভিযোগ উঠেছে, একশো দিনের কাজে শ্রমিকদের টাকা না দিয়ে সেই টাকা রাজ্য সরকারগুলি তাদের বিভিন্ন শিল্পে ঢেলেছে। যথাযথ হিসেবের অভিযোগ তুলে বাংলার টাকা আটকানো হচ্ছে। অথচ শ্রমিকদের একশো দিনের কাজের মজুরির টাকা না দিয়ে তা শিল্পের মেশিনপত্র কেনার জন্য ব্যবহার করছে অন্য রাজ্যগুলি। প্রত্যেক বছর মনরেগার টাকাও পেয়ে যাচ্ছে তারা। তামিলনাড়ুর মতো একইভাবে বিহারের বার্ষিক প্রাপ্য ৫,৪০৭ কোটি টাকা থেকে ১০,২৬৯ কোটি টাকা হয়েছে। মহারাষ্ট্রের ২,০৫৬ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৪,৯০০ কোটি টাকা।