ইম্ফল: মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে খুন! বেশকিছুদিন নিখোঁজ থাকার পর স্ত্রী সোনম রঘুবংশীকে গ্রেফতার করা হয়েছে।(Indore Couple) এরপর লাগাতার জেরায় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সোনম। সোনম দফায় দফায় পাল্টাচ্ছে বয়ান। ফলে এই মেঘালয়ের ‘হানিমুন কিলিং’ মামালায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে।
Read More: বোমাতঙ্ক মোদীরাজ্যেও! হুমকি ইমেল ঘিরে ত্রস্ত গুজরাট হাইকোর্ট চত্বর
গত ২০ মে মধুচন্দ্রিমায় মেঘালয়ে ঘুরতে যান নবদম্পতি রাজা রঘুবংশী ও সোনম। ২৩ মে চেরাপুঞ্জিতে পৌঁছনোর পর নিখোঁজ হয়ে যান দম্পতি। এই ঘটনার ১১ দিন পর জলপ্রপাতের খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ। তবে খোঁজ মেলেনি সোনমের। এরইমাঝে সোমবার গাজিপুর থেকে নিজের বাড়িতে ফোন করেন সোনম। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এরপরই সোনমের বক্তব্যে অসঙ্গতি নজরে আসায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোনমকে সোমবার গ্রেফতারের পরেই জেরা শিরু করেন তদন্তকারীরা।(Indore Couple) তাদের প্রথম প্রশ্নই ছিল, কীভাবে মেঘালয় থেকে গাজিপুর পৌঁছল সোনম? উত্তরে সোনম বলে, তাকে অপহরণ করে এখানে ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা। এর কয়েক ঘণ্টা পর ফের নিজের বয়ান বদল করে অভিযুক্ত। জানায়, তাকে মাদক খাওয়ানো হয়েছিল। এরপর নেশাগ্রস্ত অবস্থায় তাকে ফেলে রেখে যায় অপরাধীরা। এছাড়াও পুলিশি জেরায় সোনমের বয়ানে মিলেছে একাধিক অসঙ্গতি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1932073283266150802
এই ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশের এডিজি অমিতাভ যশের দাবি, সোনম আসলে যে পরিকল্পনা করেছিল তাতে বিস্তর গলদ ছিল। ও ভেবেছিল নিজেকে আক্রান্ত দেখিয়ে পার পেয়ে যাবে। নিজেকে মানসিক বিপর্যস্ত, বিধ্বস্ত হিসেবে দেখানোর কোনও খামতি রাখেনি। তবে নিজের বয়ানে একের পর এক অসঙ্গতির জেরে নিজের জালে জড়িয়ে পড়ছে অভিযুক্ত।
উল্লেখ্য, সোমবার রাতেই সোনম রঘুবংশীকে গাজিmপুর থেকে পাটনায় নিয়ে আসে পুলিশ। আজ তাঁকে বিমানে গুয়াহাটি এবং সেখান থেকে শিলংয়ে আদালতে হাজির করা হবে।
প্রসঙ্গত, সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা-সহ এই মামলায় মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মেঘালয় পুলিশ গত রাতে সকল অভিযুক্তকে আদালতে হাজির করে এবং সেখান থেকে তাঁদের রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে শিলং।