দিঘা : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই রথযাত্রা।(Rath Yatra) দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে ইতিমধ্যেই জোরকদমে চলছে তার প্রস্তুতি। আগামী বুধবার, অর্থাৎ ১১ জুন জগন্নাথদেবের স্নানযাত্রা। পুরীর মতোই নিয়ম মেনে তা পালিত হবে এখানেও। রথযাত্রার আগে অবধি রয়েছে একগুচ্ছ আচার ও অনুষ্ঠান। মঙ্গলবার তারই সময়সূচি প্রকাশ করল দিঘার জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ।
Read More: মেঘালয়ের ‘হানিমুন কিলিং’এ পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা! বারবার বয়ান বদল সোনমের
আগামী ১১ জুন সকাল ৯টায় নিয়ম মেনে পাহাণ্ডি বিজয় উৎসব। এরপর বেলা ঠিক ১১টায় জগন্নাথ, বলদেব ও সুভদ্রার স্নানযাত্রা।(Rath Yatra) ওইদিন দফায় দফায় রয়েছে নানা অনুষ্ঠান। মন্দির কর্তৃপক্ষের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, সকাল ৯টায় পাহাণ্ডি বিজয়। বেলা ১১টা জগন্নাথদেব, বলদেব, সুভদ্রা ও সুদর্শনের স্নান (স্নানযাত্রা)। জানা গিয়েছে, দিঘার জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারের বাঁদিকে একটি মণ্ডপ তৈরি হচ্ছে। সেখানে ভক্তদের সামনেই হবে স্নানযাত্রা অনুষ্ঠান। এরপর দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত গজবেশ দর্শন অর্থাৎ হস্তীবেশে রূপদর্শন করতে পারবেন ভক্তরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1932340233754030098
এরপর ১২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দর্শন বন্ধ। ২৬ তারিখ থেকে ফের জগন্নাথদর্শন শুরু। ২৭ জুন, রথযাত্রা। ওইদিন মাসির বাড়িতে যাত্রার জন্য রথে আরোহণ করবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। স্নানযাত্রা উপলক্ষে কলকাতার ইসকনেও শুরু হয়েছে তোড়জোড়। ইসকন কর্তৃপক্ষও নিজেদের সূচি প্রকাশ করেছে। কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট তথা দিঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমণ দাস জানিয়েছেন, রবীন্দ্র সরোবরের কাছে নজরুল মঞ্চে বিকেল ৩:৩০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হবে জগন্নাথের স্নানযাত্রা এবং দর্শন। তারপর থেকে ২৫ তারিখ পর্যন্ত আর জগন্নাথ দর্শন করতে পারবেন না ভক্তরা। স্নানযাত্রায় ভক্ত সমাগমের কথা মাথায় রেখে প্রস্তুতি আরম্ভ হয়েছে ইসকনের তরফেও।