ভুবনেশ্বর : দেশের বিজেপিশাসিত রাজ্যগুলিতে নারীসুরক্ষার পরিস্থিতি যে ক্রমেই শোচনীয় হয়ে আসছে, তা আর বলার অপেক্ষা রাখে না। নির্যাতনের হাত থেকে শিশুকন্যা, কিশোরী, যুবতী, প্রৌঢ়া বা বৃদ্ধা, রেহাই পাননি কেউই। সম্প্রতিই ‘ডবল ইঞ্জিন’ ওড়িশায় বেশ কয়েকটি অপহরণ ও ধর্ষণের ছবি উঠে এসেছে। এবারে একই সঙ্গে গণধর্ষণের শিকার হল দুই নাবালিকা!(Odisha Gangrape) ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানিয়েছে তাদের পরিবার।
Read More: পহেলগাঁও হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু বিধানসভার অধিবেশন
ঘটনাটি ওড়িশার গঞ্জাম জেলার। এক বিয়েবাড়ি থেকে ভুল বুঝিয়ে দুই নাবালিকাকে তুলে নিয়ে যায় চার যুবক। এদের মধ্যে এক যুবক নাবালিকাদের পূর্ব পরিচিত ছিল। সেই সুযোগকেই কাজে লাগায় দুষ্কৃতীরা। গোলানথারা এলাকায় পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তাদের।(Odisha Gangrape) দুদিন পরে সেই পরিত্যক্ত বাড়িতেই দু’জনকে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। সেই বাড়ি থেকেই তাদের উদ্ধার করে পরিবারের লোকজন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1932054743414980849
গত ৪ জুন পুলিশে অভিযোগ দায়ের করা হয়। দুই নাবালিকার শারীরিক পরীক্ষা হয় ৬ জুন। এরপরই দু’টি দল নিয়ে পুলিশ অভিযুক্তদের খোঁজ শুরু করে। রাজ্যের সীমান্ত পেরিয়ে বিশাখাপত্তনম যাওয়ার পথে চার দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তবে আইনশৃঙ্খলার এহেন দশার কারণে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রশ্নের মুখে পড়েছে প্রশাসনও।