বেঙ্গালুরু : সম্প্রতিই বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের(Chinnaswamy Stadium) বাইরে পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ঘটেছে ১১ সমর্থকের। যা নিয়ে শোরগোল ছড়িয়েছে সারা দেশজুড়ে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে কর্ণাটক সরকার। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তাই এবার চিন্নাস্বামী স্টেডিয়ামকে অন্যত্র সরানোর পরিকল্পনা করছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, “সরকার দীর্ঘমেয়াদী সমাধানের কথা ভাবছে। তাই স্টেডিয়ামটিকে(Chinnaswamy Stadium) আমরা অন্য কোনও জায়গায় স্থানান্তরের কথা ভাবছি।”
Read More: আদালতে জয় রাজ্যের, এসএসসি’র নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
পাশাপাশি তাঁর কথায়, “কোনও সরকারের আমলেই এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটা উচিত নয়। ব্যক্তিগতভাবে এই ঘটনা আমাকে আহত করেছে। কর্তব্যে গাফিলতির জন্য ইতিমধ্যেই পাঁচজন পুলিশ কর্তাকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ প্রধান এবং আমার সচিবকেও বদলি করা হয়েছে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1932050668195606755
পুরো ঘটনায় কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছে বিজেপি এবং জেডিএস। পালটা কটাক্ষ করতে ছাড়েননি সিদ্দারামাইয়াও। তাঁর প্রশ্ন, “কুম্ভমেলায় এত মানুষের মৃত্যু হওয়ার পর কি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন? বিজেপি এবং জেডিএস কি তখন তাঁর পদত্যাগের দাবি জানিয়েছিল?” সিদ্দারামাইয়া মনে করিয়ে দিয়েছেন, ঘটনাটি দুঃখজনক। কিন্তু এতে প্রশাসন দায়ী নয়। দোষী সাব্যস্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যেই।