আহমেদাবাদ : আচমকাই এল হুমকি ইমেল! যার জেরে বোমাতঙ্ক(Bomb Scare) ছড়াল গুজরাট হাইকোর্ট চত্বরে! ইতিমধ্যেই নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি ফাঁকা করে দেওয়া হয়েছে আদালতের সমস্ত কক্ষ। নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সকলকে। পুলিশ এবং বম্ব স্কোয়াড পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে।
Read More: টানা ২ দিন ধরে গণধর্ষিতা দুই নাবালিকা! কাঠগড়ায় বিজেপিশাসিত রাজ্য
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে গুজরাট হাইকোর্টের ইমেলে হুমকিবার্তা পাঠানো হয়। সেখানে বলা হয়, “বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে আদালত। মৃত্যু হতে পারে বহু মানুষের।” তারপরই সেখানে আতঙ্ক(Bomb Scare) ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ডাকা হয় বম্ব স্কোয়াডকেও। বর্তমানে সেখানে তদন্ত চালাচ্ছে তারা।
তবে কে বা কারা এই হুমকিবার্তা পাঠাল, তা এখনও স্পষ্ট নয়। ইমেলে যে নাম রয়েছে সেটি ভুয়ো বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। তবে এখনও পর্যন্ত আদালতে কোনও বোমার হদিশ পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই হুমকি বার্তা ভুয়ো হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। গোটা বিষয়টি পরিষ্কার হলে তবেই আদালত খোলা হবে বলে জানিয়েছে সূত্র।
Link: https://x.com/ekhonkhobor18/status/1932071882578329871
উল্লেখ্য, দেশের বিভিন্ন শহরে এরকম হুমকিবার্তা আসার ঘটনা নতুন নয়। সাম্প্রতিক সময়ে একাধিকবার দেখা গিয়েছে এমনটা। তবে তদন্ত করে জানা গিয়েছে, সেগুলির সবকটিই ভুয়ো। গত মাসে পাঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্টে এরকমই একটি হুমকি ইমেল পাঠানো হয়েছিল। তদন্তের পর দেখা যায়, তা একেবারেই ভুয়ো।