কলকাতা : কাশ্মীরে পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় নিহত পর্যটকদের প্রতি শোকজ্ঞাপনের মাধ্যমে সোমবার থেকে শুরু হল রাজ্য বিধানসভার অধিবেশন।(Assembly Session) এদিন প্রথামাফিক সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোকপ্রস্তাব পাঠ করা হয়। আবদুর রেজ্জাক মোল্লা, তাপস সাহা, নেপালদেব ভট্টাচার্যের মতো রাজনীতিবিদ, দিলীপ কুমারের মতো চলচ্চিত্র তারকার পাশাপাশি নিহত পর্যটকদের উদ্দ্যেশ্যেও শোকবার্তা পাঠ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এক মিনিট নীরবতা পালনের পরে দিনের মতো মুলতুবি ঘোষণা করা হয় অধিবেশন।
Read More: সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজে রহস্যময় বিস্ফোরণ! কেরলের উপকূলে সাহায্যে ছুটল ভারতীয় রণতরী
অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বিধানসভায় মঙ্গলবার ‘অপারেশন সিঁদুর’ সফলভাবে সম্পন্ন করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে বিশেষ প্রস্তাব আনা হচ্ছে। এই সরকারি প্রস্তাবের উপর দু’ঘণ্টা ধরে আলোচনা চলবে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেদিনের আলোচনায় অংশ নেবেন বলে আগেই জানিয়েছিলেন স্পিকার।
এর আগে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশন(Assembly Session) ডাকার দাবি জানান। বিরোধী জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে চিঠিও পাঠানো হয়। কিন্তু সেই দাবিতে গ্রাহ্য না করে, বাদল অধিবেশনের দিন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এবার রাজ্য বিধানসভাতেই ভারতীয় সেনা বাহিনীর কৃতিত্বের জন্য ধন্যবাদ জানিয়ে আনা হচ্ছে প্রস্তাব।
Link: https://x.com/ekhonkhobor18/status/1932053545324577187
প্রসঙ্গত, উক্ত এই অধিবেশনে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিল পেশ করা হতে পারে। সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে এই বিল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। রাজ্যপাল একাধিক গুরুত্বপূর্ণ বিল আটকে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে সরকার পক্ষ থেকে একটি সংবিধান সংশোধনী প্রস্তাব আনার কথাও ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে। বিধানসভার একাধিক স্থায়ী কমিটির রিপোর্টও এই অধিবেশনে উত্থাপন হবে বলে জানিয়েছে সূত্র।