কলকাতা: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে(Pollution Control) সেরার মুকুট পেল কলকাতা পুরসভা। বিরোধীদের কটাক্ষকে ধুয়েমুছে সাফ করে সাফল্যমণ্ডিত রাজ্য সরকার। স্বয়ং কেন্দ্র এই সাফল্য স্বীকার করে নিতে কার্যত বাধ্য হল। সোশ্যাল মিডিয়াতে এই সাফল্যের কথা জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More: বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় গ্রেফতার ৪, পুলিশের জালে আরসিবি কর্তাও
বৃহস্পতিবার পুরসভার সামনে কর্মসূচিতে কেন্দ্রের এই স্বীকৃতির কথা জানান মেয়র। ধারাবাহিকভাবে রাজ্য সরকার তথা পুরসভার পরিবেশ সংরক্ষণে(Pollution Control) ভূমিকার কথা উল্লেখ করে ফিরহাদ বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথেই পরিবেশ সুরক্ষায় গত কয়েকবছর সফলভাবে একাধিক কর্মসূচি বাস্তবায়িত করায় এই সাফল্য এসেছে। কেন্দ্রের এই আর্থিক বরাদ্দ ও উৎসাহভাতা পাওয়ার ঘটনা আজ অত্যন্ত সম্মানের দিন।”
পুরসভার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, “পরিবেশের উন্নয়নের স্বীকৃতিতে কেন্দ্রীয় সরকার কলকাতাকে ১৮৩ কোটি টাকা এবং ১৭ কোটি টাকা এই কাজের জন্য উৎসাহ ভাতা দিয়েছে। সব মিলিয়ে ২০০ কোটি টাকা শহরে বৃক্ষরোপণ, জঞ্জাল সাফাই থেকে শুরু করে বায়ুমণ্ডলের গুণমান বৃদ্ধিতে এই টাকা খরচ করা হবে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1930913399002509334
পাশাপাশি নাগরিকদের আবেদন করে মেয়র বলেন, ‘যত প্রাণ, তত গাছ’ লাগান। মেয়রের কথায়, “শহরে বড় গাছ লাগানোর জায়গা কমছে ঠিকই। কিন্তু বহুতল বাড়ির ব্যালকনি, ছাদে অথবা বারন্দায় টবে পরিবারের সদস্য হিসাব করে সবাই অন্তত টবে গাছ লাগান।”
উল্লেখ্য, কলকাতা মহানগরীর দূষণ নিয়ে নানা সময়ে অপপ্রচার করে বিরোধী দলগুলি। কিন্তু সেই বক্তব্য যে অসার ও অপপ্রচার তা এবার স্বীকার করে নিতে বাধ্য হল বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।