প্রতিবেদন : ক্রমাগত ভারতের চাপের মুখে অবশেষে নতি স্বীকার করল পাকিস্তান। ২২ দিন পর পাক সেনার হাত থেকে মুক্ত হলেন বাংলার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ।(Purnam Kumar Shaw) বুধবার সকাল ফ্ল্যাগ মিটিংয়ের পর সাড়ে ১০টায় আর্টারি সীমান্ত থেকে দেশে প্রবেশ করলেন তিনি। জানা যাচ্ছে, আপাতত সুস্থ রয়েছেন পূর্ণম। পহেলগাঁও হামলার পরদিন অর্থাৎ ২৩ এপ্রিল ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন হুগলির পূর্ণম কুমার সাউ। সেই থেকে পাক সেনার হাতে বন্দি ছিলেন। স্বামীর খোঁজে অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ গিয়েছিলেন বিএসএফের হেড কোয়ার্টারেও। আশ্বাস নিয়ে ঘরে ফিরলেও দিন কাটছিল প্রবল দুশ্চিন্তায়।
Read More: ‘সুদর্শন চক্রে’ দিশেহারা পাক মুলুক! রাশিয়া থেকে আরও এস-৪০০ আনছে ভারত
এরপর গত ৭ মে অপারেশন সিঁদুরের পর স্বামী ফেরার আশা কার্যত ছেড়ে দিয়েছিলেন রজনী দেবী। পাকিস্তানের সঙ্গে ভারতের ফ্ল্যাগ মিটিং চলছিলই। কিন্তু মিলছিল না সুরাহাসূত্র। বুধবার সকালেও ফ্ল্যাগ মিটিং হয়। ভারতের লাগাতার চাপে শেষ পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয় পাকিস্তান। এরপরই পূর্ণমকে(Purnam Kumar Shaw) মুক্ত করার সিদ্ধান্ত নেয় তাঁরা। এদিন সকাল সাড়ে দশটায় পাঞ্জাবের আটারি সীমান্ত থেকে দেশে প্রবেশ করেছেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1922360340144148828
সূত্র জানিয়েছে, এবার শারীরিক পরীক্ষা হবে পূর্ণমের। সব ঠিক থাকলেই যত দ্রুত সম্ভব বাড়িতে পাঠানো হবে পূর্ণমকে। প্রসঙ্গত, ভুলবশত অন্য দেশের ভূখণ্ডে সেনা ঢুকে পড়তে নিয়ম অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হয় তাঁকে। কিন্তু এক্ষেত্রে নিয়ম মানা দূর অস্ত, উলটে একাধিক ফ্ল্যাগ মিটিংয়ের পরও পাক সেনারা তাঁকে ছাড়তে রাজি হচ্ছিল না। যা মোটেই ইতিবাচকভাবে নেয়নি ভারত। পরবর্তীতে এমন ঘটনা ঘটলে কড়া পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে।