নয়াদিল্লি: পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। সেই হামলার পর সাংবাদিক বৈঠক করে গোটা দেশকে অপারেশন সিঁদুরের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি(Col. Sophia Qureshi) ও বায়ুসেনার উইং কমান্ডার ভ্যোমিকা সিং। এবার সেই কর্নেল সোফিয়া কুরেশির ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ।
Read More: ‘ঘর ওয়াপসি’ পূর্ণমের, ভারতের চাপে বাংলার জওয়ানকে মুক্তি দিতে বাধ্য হল পাকিস্তান
সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি কর্নেল সোফিয়া কুরেশিকে(Col. Sophia Qureshi) নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহকে। তিনি বলেন, “ওরা আমাদের হিন্দু ভাইদের পোশাক খুলে ধর্মীয় পরিচয় যাচাই করে হত্যা করেছে। প্রধানমন্ত্রী মোদিজি ওদের (জঙ্গিদের) বোনকে ওদের বাড়িতে হামলার জন্য পাঠিয়েছেন। ওরা (জঙ্গিরা) আমাদের বোনকে বিধবা করেছে, তাই মোদিজি ওদের সম্প্রদায়ের বোনকেই ওদের পোশাক খুলে উচিত শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন।”
এই মন্তব্যে সোফিয়া কুরেশির নাম না নিলেও মন্তব্য যে তাঁকে উদ্দেশ্য করেই তা বুঝতে বাকি ছিল না কারও। প্রবল চাপের মুখে পড়ে ক্ষমা চেয়েও রেহাই মেলেনি বিজয় শাহর। প্রবীণ ওই নেতাকে অবিলম্বে মন্ত্রীপদ থেকে বরখাস্তের দাবি তুলেছে কংগ্রেস।
Link: https://x.com/ekhonkhobor18/status/1922563736931291275
বিতর্ক নিয়ে জল্পনা তুঙ্গে উঠতেই বিজেপি মন্ত্রী বিজয় শাহ বলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। এই মর্মে তিনি আরও বলেন, ‘সোফিয়া আমার নিজের বোনের চেয়েও বেশি সম্মানের। তাঁকে আমি স্যালুট জানাই। যদি আমার মন্তব্যে কেউ আঘাত পেয়ে থাকে তবে ১০ বার ক্ষমা চাইতেও আমি প্রস্তুত।’
তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজয় শাহকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন। ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে খাড়গে লেখেন, ‘মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী আমাদের সাহসী কন্যা কর্নেল সোফিয়া কুরেশির উদ্দেশে লজ্জাজনক মন্তব্য করেছেন। আরএসএস ও বিজেপির মানসিকতাই নারী বিরোধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত ওই মন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত করা। পহেলগাঁও হামলায় দেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছিল জঙ্গিরা। তবে দেশ যে একত্রিত তা অপারেশন সিঁদুরের বার্তায় জঙ্গিরা বুঝে গিয়েছে।’