প্রতিবেদন: শনিবার ভারত-পাকিস্তানের মধ্যেই যুদ্ধবিরতির ঘোষণা হয়। এদিন বিকেল ৫টা থেকে কার্যকর হয় সংঘর্ষবিরতি। সীমান্তপারে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লড়াই শান্ত হওয়ার পর নির্ধারিত সময়সীমার আগেই সোমবার বিজ্ঞপ্তি দিয়ে ৩২টি বিমানবন্দর চালু করার নির্দেশ দেওয়া হয় কেন্দ্রের তরফে। তবে আবার মঙ্গলবারের জন্য দেশের ৭টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর(Airport) থেকে সমস্ত উড়ান বাতিল করল দুই এয়ারলাইন সংস্থা।
Read More: সন্ত্রাস দমনে সোপিয়ানে অভিযান সেনার, গুলিতে নিকেশ লস্কর জঙ্গি
এক্স হ্যান্ডেলে একটি পোস্টে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ‘যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং বর্তমান পরিস্থিতি বিচার করে মঙ্গলবার, ১৩ মে বেশ কয়েকটি জায়গা থেকে বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির উপরে আমাদের নজর রয়েছে। পরবর্তী আপডেট জানানো হবে।’
ইন্ডিগোর তরফেও বিমান বাতিল নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। সেখানে তারা লিখেছে, বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1922231724424982865
মঙ্গলবারের জন্য জম্মু, শ্রীনগর-সহ মোট ৭ জায়গায় বিমান পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। এয়ার ইন্ডিয়ার তরফে জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট বিমানবন্দরের(Airport) সঙ্গে সমস্ত বিমান বাতিল করা হয়েছে। একইভাবে ইন্ডিগোর তরফে জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর এবং রাজকোটে সমস্ত বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে।