গুয়াহাটি: সম্প্রতি শেষ হয়েছে অসমের পঞ্চায়েত নির্বাচন। এবার অসমেও নিজেদের ঘাঁটি শক্ত করে জয়ের পতাকা ওড়াল তৃণমূল কংগ্রেস। ৫টি পঞ্চায়েত জিতে অসমে শক্তি বাড়াল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।(Abhishek Banerjee)
Read More: যাত্রী নিরাপত্তায় ৭টি বিমানবন্দরে ফের উড়ান পরিষেবা বাতিল দুই এয়ারলাইন সংস্থার
অসমে তৃণমূল কংগ্রেস ২৮ জন জেলা পরিষদ প্রার্থী এবং ৪৪ জন আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল। এই রাজ্যে মোট পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েতে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। তাৎপর্যপূর্ণভাবে, এর মধ্যে ২টি গুরুত্বপূর্ণ কামরূপ জেলার আসন।
এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) লিখেছেন, আমি অসম প্রদেশ তৃণমূল কংগ্রস ইউনিটকে তাদের ঐক্যবদ্ধ এবং নিষ্ঠাবান প্রচেষ্টার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। প্রতিটি অর্জন, যত ছোটই হোক না কেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও অঙ্গীকারের ফসল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1922240598314033502
উল্লেখ্য, একজন মহিলা প্রার্থী-সহ জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীদের মধ্যে মহম্মদ সফিকুল ইসলাম – কামরূপ জেলার আচলপাড়া আঞ্চলিক পঞ্চায়েত, আক্কাস আলি – দরং জেলার বান্দিয়া আঞ্চলিক পঞ্চায়েত, বদর আলি সইকিয়া – কামরূপ জেলার দামপুর আঞ্চলিক পঞ্চায়েত, ফরিদা বড়ভুঁইঞা – কাছাড় জেলার গোবিন্দপুর-আলগাপুর আঞ্চলিক পঞ্চায়েত, ফয়েজ আহমেদ – শ্রীভূমি জেলার বিনোদিনী আঞ্চলিক পঞ্চায়েত প্রমুখ।
প্রসঙ্গত, ভোটগ্রহণ হয়েছিল দুই দফায় – ২ ও ৭ মে। মোট ১,৮০,৩৬,৬৮২ জন ভোটার ছিলেন, যার মধ্যে ৯০,৭১,২৬৪ জন পুরুষ, ৮৯,৬৫,০১০ জন মহিলা এবং ৪০৮ জন অন্যান্য ভোটার। ভোটদানের হার ছিল ৭৪.৭১%। ভোট গণনা শেষ হয়েছে সোমবার।