নয়াদিল্লি: অপারেশন সিঁদুরের পরে ভারত-পাক জট চরমে ওঠে। এরপরেই দু’দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণায় প্রভাব পড়েছিল শেয়ার বাজারে। একধাক্কায় ৩ পয়েন্টের বেশি বাড়ে সেনসেক্সের সূচক।(Sensex Index) সমস্ত সেক্টর বিরাট লাভ দেয় বিনিয়োগকারীদের। তবে মঙ্গলে ফের অন্য চেহারা নিল দালাল স্ট্রিট।
Read More: লক্ষের বেশি পুণ্যার্থীর ঢল! রেকর্ড ভিড়ের সাক্ষী দিঘার জগন্নাথধাম
সোমবার শেয়ার বাজারের রকেট গতির প্রভাব পড়েছে মঙ্গলের বাজারে। গতকাল ধাপে ধাপে এতটা বৃদ্ধির পর এবার বিনিয়োগকারীরা নিজেদের প্রফিট বুক করা শুরু করেছেন। যার জেরে হয়েছে শর্ট সেলিং শুরু হয়েছে। মনে করা হচ্ছে এর ফলেই ধরাশায়ী হয়েছে মঙ্গলের শেয়ার বাজার। এমনটাই জানাচ্ছেন বিশ্লেষকরা।
মঙ্গলবার বাজার খুলতেই শুরু হয় রক্তক্ষরণ। শেষ পাওয়া খবর পর্যন্ত, ১১৬৩ পয়েন্ট অর্থাৎ ১.৪১ শতাংশ পড়ে সেনসেক্স নেমেছে ৮১,২৬৬.৫৯ পয়েন্টে।(Sensex Index) পাশাপাশি ২৯৩.৪৫ অর্থাৎ ১.১৮ শতাংশ নেমে নিফটি ফিফটি পৌঁছেছে ২৪,৬৩১.২৫ তে। ব্যাঙ্ক নিফটিও পড়েছে ৪৩৪ পয়েন্ট। স্টিল ও অ্যালুমিনিয়ামের শেয়ারগুলিও বড় ধাক্কা খেয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1922265614770401308
যে শেয়ারগুলিতে সবচেয়ে বেশি পতন লক্ষ্য করা গিয়েছে সেগুলি হল, পাওয়ার গ্রিড, ইনফোসিস, এইচসিএল টেকনোলজি, ভারতী এয়ারটেল, টাটা স্টিল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার মতো শেয়ারগুলি। পাশাপাশি এই বাজারেও বেশকিছু শেয়ারে বড় উত্থান লক্ষ্য করা গেছে। ৪ শতাংশের বেশি বেড়েছে ভারত ইলেকট্রনিক্স, হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড, ব্যাঙ্ক অফ বরোদা, আদানি গ্রিন এনার্জির মতো শেয়ারগুলি।