প্রতিবেদন : ভারত-পাক সংঘাতের আবহে এক সপ্তাহ স্থগিত রাখা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিখ।(IPL )বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সোমবার বিসিসিআইয়ের তরফ থেকে টুর্নামেন্টের বাকি ক্রীড়াসূচি ঘোষণা করা হল। ১৭ মে থেকে ফের শুরু হতে চলেছে আইপিএল। জানানো হয়েছে, ফাইনাল-সহ টুর্নামেন্টের বাকি সতেরো ম্যাচ হবে ছ’টা শহরে। সেই তালিকায় নেই ইডেন। যে ছ’টা শহরে ম্যাচ দেওয়া হয়েছে, সেগুলি হল, বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বই আর আহমেদাবাদ।
Read More: নাবালিকাকে কবরস্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন! কাঠগড়ায় যোগীরাজ্য
অর্থাৎ, এবারের আইপিএলের(IPL )কোয়ালিফায়ার আর ফাইনাল কোনওটাই হচ্ছে না ইডেনে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অবশ্য ইডেনেই ওই দুটো ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত নতুন সূচিতে ইডেনে কোনও ম্যাচ দেওয়া হয়নি। অনেকের মতে, ওই সময় কলকাতায় বৃষ্টির ভালোরকম পূর্বাভাস রয়েছে। ফলত কোনওরকম ঝুঁকি নিতে চায়নি বোর্ড। গ্রুপ লিগে কেকেআরের আর কোনও ম্যাচ নেই ইডেনে। ফলে কলকাতায় এবারের মতো আইপিএল পর্ব শেষই বলা যায়।
Link: https://x.com/ekhonkhobor18/status/1921924233841557860?t=vOeNzJC-KEDI2RrcrP6gdw&s=19
নয়া সূচি অনুযায়ী, ১৭ মে আরসিবির বিরুদ্ধে বেঙ্গালুরুতে খেলবে কেকেআর। তাদের শেষ গ্রুপ ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ওই ম্যাচ হায়দরাবাদের ঘরের মাঠে দেওয়া হয়নি। তা হবে দিল্লিতে। হায়দরাবাদেও প্লে অফের কোনও ম্যাচ নেই। প্লে-অফ ছটা শহরের মধ্যে কোথায় হবে, সেটা এখনও ঠিক হয়নি। প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে। এলিমিনেটর ৩০ মে। দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন। ৩ জুন হবে ফাইনাল।