কাঁথি: সম্প্রতিই সৈকতশহর দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দ্বারোদঘাটন হয়েছে বহুপ্রতীক্ষিত জগন্নাথধামের।(Jagannath Dham) উদ্বোধনের পর থেকেই সেখানে নেমেছে পুণ্যার্থীদের ঢল।চারদিনের টানা ছুটিতে মন্দিরে দেখা গেল জনজোয়ার। রেকর্ড ভিড় হল সমুদ্র সৈকত দিঘায়। ব্যক্তিক্রম নয় মন্দারমণি, তাজপুরও। গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ছিল টানা চারদিনের ছুটি। ফলত দারুণ ব্যবসা হয়েছে বলে দাবি হোটেল ব্যবসায়ীদের। ভিড় ছিল জগন্নাথ মন্দিরেও। সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের।
Read More: অসমে ৫টি পঞ্চায়েত জয় তৃণমূলের, শুভেচ্ছা জানালেন অভিষেক
জগন্নাথ মন্দির(Jagannath Dham) প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দিঘা শুধু পর্যটনকেন্দ্রই নয়, তীর্থক্ষেত্রও হয়ে উঠেছে।৩০ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই পুণ্যার্থীদের ভিড় বাড়তে শুরু করে। শুরুর দিকে পর্যটকদের আগ্রহ ছিল মন্দির দর্শনে। এখন নিত্যপুজো দেওয়ার জন্য সকাল থেকে লাইন দিচ্ছেন তাঁরা। দিঘার জগন্নাথ মন্দিরে পুজোর দায়িত্বে থাকা ইসকনের কলকাতা শাখার ভাইস-প্রেসিডেন্ট রাধারমণ দাস বলছেন, “শেষ চারদিনে ৫ লক্ষের বেশি পুণ্যার্থী দিঘায় জগন্নাথ দর্শন করেছেন। এখনও পর্যন্ত একটাই ভোগের দোকান থাকায় দর্শনার্থীদের সমস্যা হচ্ছে। তবে ওঁরা অন্য দোকান থেকেও ফল-মিষ্টি কিনে এনে ভোগ দিতে পারেন। এখনও পুরো ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি। একটু সময় লাগবে। তারপরেই সমস্যাগুলো মিটে যাবে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1922263786855051440
পাশাপাশি দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, “এমনিতেই সপ্তাহান্তে ভিড় বাড়ে দিঘায়। তবে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপদ দিঘা এবং মন্দারমণির সৈকতে পর্যটকদের ব্যাপক ভিড় হয়েছে। হোটেল হাউসফুল হয়েছে। তবে এই ব্যাপক ভিড়ের পিছনে জগন্নাথ দর্শনের উদ্দেশ্য রয়েছে। জগন্নাথ প্রভুর কৃপায় দিঘার ব্যবসায়ীরা খুশি।”