নয়াদিল্লি : ভারত-পাক সংঘাতের(India Pak Conflict) আবহে সরগরম রাজনীতির আবহ। এর মধ্যেই বাণিজ্য বন্ধের ‘হুঁশিয়ারি’ দিয়ে তিনিই ভারত-পাকিস্তান সংঘর্ষ থামিয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ‘অপারেশন সিঁদুর’ নিয়ে দীর্ঘ বক্তৃতা দিলেও ‘বন্ধু’ ট্রাম্পের দাবি নিয়ে টুঁ শব্দটি করেননি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! সেই প্রসঙ্গেই এবার প্রধানমন্ত্রীকে একহাত নিল কংগ্রেস। ‘সিঁদুর’ নিয়ে ব্যবসা হচ্ছে কেন? ট্রাম্পের দাবি নিয়ে প্রধানমন্ত্রী কেন চুপ? প্রশ্ন তুলেছে তারা।
Read More: ১২০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, মঙ্গলে ধরাশায়ী দালাল স্ট্রিট
গত শনিবার ট্রাম্প দাবি করেছিলেন, তিনিই যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছেন। বলেছিলেন, “গোটা রাত দীর্ঘ আলোচনার পর দুই দেশই(India Pak Conflict) এই মুহূর্ত থেকে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সঠিক সময়ে বাস্তবজ্ঞান কাজে লাগানোয় দুপক্ষকে শুভেচ্ছা।” সোমবার তাঁর দাবি, “পরমাণু শক্তিধর দুই দেশকে চাপ দিয়ে সংঘর্ষবিরতি করেছি। যুদ্ধ না থামালে বাণিজ্যেও না, হুঁশিয়ারি দিয়েছিলাম। তাতেই কাজ হয়েছে।” ট্রাম্প স্পষ্ট বলেন, “আমিই ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি।”
এখনও ভারতের তরফে আমেরিকার মধ্যস্থতা নিয়ে কিছুই বলা হয়নি। জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, ভারতের প্রত্যাঘাতে বিধ্বস্ত হওয়ার পর আক্রমণ থামানোর আর্জি জানিয়েছিল পাকিস্তানই। সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বন্ধ করার প্রতিশ্রুতির বিনিময়ে ইসলামাবাদের এই অনুরোধে সাড়া দেয় দিল্লি। শুরু হয় সংঘর্ষবিরতি। সেই ঘোষণার সময় আমেরিকার প্রসঙ্গই তোলেননি বিদেশসচিব বিক্রম মিসরি। তিনি এবং সেনা আধিকারিকরাও জানিয়েছিলেন, পাকিস্তানই হামলা থামানোর অনুরোধ করেছিল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1922267379540574408
কিন্তু সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের লাগাতার দাবির পালটা কেন কিছু বলছে না ভারত? প্রশ্ন কংগ্রেসের। কংগ্রেস নেতা পবন খেড়ার বক্তব্য, “সিঁদুর নিয়ে ব্যবসা! এটা কেন হবে? ট্রাম্পের দাবি নিয়ে প্রধানমন্ত্রী কেন কিছু বলছেন না? কাশ্মীর ইস্যুকে বারবার আন্তর্জাতিক মহলে নিয়ে যাচ্ছেন ট্রাম্প। সেই নিয়েও নিশ্চুপ প্রধানমন্ত্রী।” ভারত কি তাহলে আমেরিকার মধ্যস্থতা মেনে নিয়ে সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে? প্রশ্ন আর এক কংগ্রেস নেতা জয়রাম রমেশের।