কলকাতা: মঙ্গলবারই দশম ও দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশন (সিবিএসই)। দ্বাদশ শ্রেণির ফলাফলে এইবার ৯১ শতাংশ ছাত্রী পরীক্ষায় উর্ত্তীণ হয়েছেন। যা ছাত্রদের থেকে ৫.৯৪ শতাংশ বেশি। সিবিএসই-এর (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More: শহরের হেরিটেজ ভবনের রক্ষণাবেক্ষণে বড় পদক্ষেপ কলকাতা পুরসভার, জারি নির্দেশিকা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ”এই বছর সিবিএসই(CBSE) দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন। তোমাদের ভবিষ্যৎ বৃহত্তর সাফল্যে পরিপূর্ণ হোক। তোমাদের সাফল্যের পিছনে অভিভাবক, শিক্ষকদের যা অবদান রয়েছে তার জন্য বিশেষ ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা।”
পাশাপাশি অনুত্তীর্ণদের জন্য তিনি জানিয়েছেন, “যারা ব্যর্থ, তারা দয়া করে হতাশ হবে না, তোমাদের ভবিষ্যতে সাফল্যের ব্যাপারে আমি নিশ্চিত এবং আত্মবিশ্বাসী। তোমাদের সকলের জন্য আমার আশীর্বাদ এবং শুভকামনা সর্বদা থাকবে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1922285739741491440
সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-তে এ বছর পাশের হার ৮৮.৩৯ শতাংশ। যা গত বছরের তুলনায় ০.৪১% বেশি । নজরকাড়া ভাবে এ বছর রূপান্তরকামীদের পাশের হার ১০০%। অপরদিকে ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার চলতি বছরে বেশি। ছেলেরা ৮৫.৭০ শতাংশ হারে পাশ করেছে, সেখানে মেয়েদর পাশের হার ৯১.৬৮ শতাংশ।