প্রতিবেদন : শেষমেশ সত্যি হল জল্পনা। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বিরাট কোহলি।(Virat Kohli) বিসিসিআইয়ে অনুরোধেও গলল না বরফ। ২৬৯ নম্বর ‘ব্যাগি ব্লু’কে আর দেখা যাবে না লাল বলের ফরম্যাটে। সোমবার সমাজমাধ্যমে নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন ‘কিং’।
Read More: দিঘার পর কলকাতার বুকেও নতুন জগন্নাথ মন্দির! শীঘ্রই দ্বারোদঘাটন
দেশের হয়ে সাদা জার্সিতে খেলতে যে আর আগ্রহী নন তিনি, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন বিরাট।(Virat Kohli) গত বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। একই পথে হাঁটলেন বিরাট। ১২৩টি টেস্টে ৯,২৩০ রান রয়েছে তাঁর। গড় ৪৬.৮৫। শতরান ৩০টি, অর্ধশতরান ৩১টি। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। পাশাপাশি টেস্ট অধিনায়ক হিসেবে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জেতার নজির রয়েছে তাঁর (৬৮ ম্যাচে ৪০টি জয়)। তাঁকে ভারতের সবর্কালের সেরা টেস্ট অধিনায়ক হিসেবেই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞের বড় অংশ।

এদিন ইনস্টাগ্রাম পোস্টে বিরাট লিখেছেন, ‘‘১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পড়েছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে। আমাকে তৈরি করেছে। আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করব।’’
Link: https://x.com/ekhonkhobor18/status/1921288216658727407
উল্লেখ্য, বোর্ডের পক্ষ থেকে বিরাটকে অনুরোধ করা হয়েছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। তবে রাজি হননি তিনি। গত অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন। ওই সফরে প্রথম টেস্টে শতরান করলেও বাকি সিরিজে সেভাবে রান পাননি তিনি। তবে বোর্ড চেয়েছিল ইংল্যান্ড সফরে তিনি যান। কারণ, রোহিতের পর বিরাটকেও যদি এই সফরে না পাওয়া যায়, তা হলে ভারতীয় ব্যাটিং অনেকটাই অনভিজ্ঞ ও অভিভাবকহীন হয়ে পড়বে। সেই কারণেই বোর্ডের পক্ষ থেকে বিরাটকে অনুরোধ করা হয়েছিল এখনই টেস্ট ক্রিকেট না ছাড়তে। কিন্তু শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অনড় রইলেন ‘কিং’। তাঁর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই মনমরা হয়ে পড়েছেন ভক্তরা।