কলকাতা: শুরু হতে চলেছে দ্বিতীয় হুগলি সেতু(2nd Hoogly Bridge) সংস্কারের কাজ৷ ১৯৯২ সালের পুজোর সময়, অর্থাৎ অক্টোবর মাসে চালু হওয়া এই সেতুটি বর্তমানে কলকাতা ও হাওড়ার মধ্যে অন্যতম ব্যস্ত সড়কপথ। প্রতি দিন কয়েক লক্ষ মানুষ এবং হাজার হাজার গাড়ি চলাচল করে এই সেতু দিয়ে। ফলে যান চলাচল একেবারে বন্ধ করে দিয়ে সংস্কারের কাজ করা সম্ভব নয়। তাই জন্যই রাতের দিকে কাজের মূল চাপ রাখতে চাইছে প্রশাসন।
Read More: ম্যান উইদ লায়ন’স প্যাশন! ‘চিকু’র অবসরে আবেগঘন বার্তা ‘গোতি’র
নবান্ন সূত্রে জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী জুন মাস থেকেই শুরু হবে এই সংস্কারের কাজ। সেতুর(2nd Hoogly Bridge) একটি লেন বন্ধ রেখে ধাপে ধাপে কাজ চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশাসন রাতের দিকে মূল কাজের চাপ রাখতে চাইলেও কয়েকটি দিন ১০-১২ ঘণ্টার জন্য একটি লেনে সম্পূর্ণ যান চলাচল বন্ধ রাখা হতে পারে বলে জানা গিয়েছে। এখনও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানিয়েছে নবান্নের একটি সূত্র।

প্রশাসনের শীর্ষ মহলের মতে, সেতুর সুস্বাস্থ্য এবং দীর্ঘস্থায়িত্ব রক্ষা করা এখন একান্ত জরুরি। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে সংস্কারের কাজ শুরু হবে। সংস্কারের প্রাথমিক ধাপে সেতুর দুর্বল হয়ে পড়া ২০টি ‘স্টে কেবল’ পরিবর্তনের কাজ হাতে নেওয়া হবে। এই কেবলগুলি সেতুকে উপরের দিকে টান দিয়ে ভারসাম্য রক্ষা করে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1921905669348667759
জানা গিয়েছে, কেবল বদলের পর শুরু হবে সেতুর ‘বিয়ারিং’ বদলের কাজ, যা সেতুর ভারসাম্য রক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে একটি অভিজ্ঞ জার্মান সংস্থাকে, যারা কলকাতার একটি সংস্থার সঙ্গে যৌথ ভাবে কাজ করবে। প্রকল্পের পূর্ণাঙ্গ কাজ শেষ হতে প্রায় ১৫ মাস সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। এই কাজ সম্পন্ন হলে আগামী দশকগুলিতেও এই সেতু নিরাপদ থাকবে মনে করা হচ্ছে।