কলকাতা: বাস চলাচলে এবার বিশেষ গুরুত্ব দিচ্ছে পরিবহণ দফতর।(Transport Department) সম্প্রতি জারি করা হয়েছে একটি নতুন বিজ্ঞপ্তি। বাসের কাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত একাধিক নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। এই নতুন বিজ্ঞপ্তিতে সরকারি এবং বেসরকারি বাস ছাড়াও, মিনিবাস, স্কুলের পুলকার এবং যাত্রী পরিবহণের সঙ্গে যুক্ত সব ধরনের বাস এই নিয়মের আওতায় আসবে।
Read More: দেশের সুরক্ষায় ১০টি স্যাটেলাইট, গুরুত্বপূর্ণ বার্তা ইসরোর চেয়ারম্যানের
নতুন নিয়ম অনুযায়ী, বাসে থাকবে না কোনও আপৎকালীন দরজা। তার পরিবর্তে যাত্রী ওঠানামার মূল দরজাতেই রাখতে হবে ‘গ্র্যাব রেল’ বা ধরার হাতল। এটি যাত্রীদের নিরাপদ ভাবে বাসে ওঠানামায় সাহায্য করবে বলে মনে করছে দফতর। এ ছাড়া বাসের সিঁড়ির উচ্চতা মাটি থেকে ২৫ থেকে ৪৩ সেন্টিমিটার সীমার মধ্যে রাখতে হবে, যাতে বয়স্ক ও শারীরিক ভাবে অক্ষম যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে বাসে উঠতে পারেন। বাসের দরজা ৫৩ সেন্টিমিটার চওড়া রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

২০০৮ সালের একটি বিজ্ঞপ্তিতে যে সব শর্তাবলি উল্লেখ ছিল, সেগুলিও এই নতুন নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে চালকের কেবিনের নিরাপত্তা, জানলার নকশা, সিটের বিন্যাস এবং টায়ারের নির্দিষ্ট মানদণ্ড। নতুন ভাবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যাত্রীদের বসার জায়গা। প্রতিটি আসনের জন্য নির্ধারিত হবে ৩৮ বর্গ সেন্টিমিটার জায়গা। সামনের ও পিছনের আসনের মাঝে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1921919755096629319
পরিবহণ দফতর(Transport Department) জানিয়েছে, এই সমস্ত পরিবর্তন বাসের ফিটনেস পরীক্ষার আগে কার্যকর করতেই হবে। সবশেষে, পরিবহণ দফতর স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, যেসব বাস এই শর্তগুলি পূরণ করতে ব্যর্থ হবে, তাদের আর ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে না। ফলে, রাস্তায় চলাচলের অনুমতিও তারা পাবে না।