প্রতিবেদন : দেশের হয়ে সাদা জার্সি গায়ে আর বাইশ গজে দেখা যাবে না তাঁকে। সোমবার দীর্ঘ চোদ্দো বছরের টেস্ট কেরিয়ারকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। ‘কিং’য়ের অবসরের ঘোষণায় স্বাভাবিকভাবেই মন ভেঙেছে ক্রিকেটভক্তরা। মনমরা সেলেব-মহলও। বিরাটের অবসরের খবরে যখন নেটমাধ্যম মুখরিত, সেইসময় স্বামীকে আবেগঘন বার্তা দিলেন বিরাট-পত্নী অনুষ্কা শর্মা।(Anuska Sharma)
এদিন ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন অনুষ্কা। একদা খারাপ পারফরম্যান্সের জন্য কটাক্ষ ও নিন্দার মুখে পড়তে হয়েছিল বিরাট কোহলিকে। পুরনো সেই দিনের কথা মনে করে অনুষ্কা শর্মা লিখেছেন, “সকলে হয়তো তোমার রেকর্ড, মাইলস্টোন নিয়ে কথা বলবে- তবে আমি তোমার সেই কান্নার দিনগুলো মনে রাখব, যেটা তুমি কখনও প্রকাশ্যে দেখাওনি, তোমার অন্দরের যে যুদ্ধগুলো কেউ দেখেনি এবং এই টেস্ট ক্রিকেটকে তুমি যে অপরিসীম ভালোবাসা দিয়েছ। আমি এগুলো তোমাকে কীভাবে গড়ে তুলেছে। প্রতিটা টেস্ট সিরিজের পর, তুমি একটু বেশি জ্ঞানী, আরেকটু বিনম্র হয়ে ফিরে আসতে এবং এই যাবতীয় বিষয়ের মধ্য দিয়ে তোমাকে বিকশিত হতে দেখাটা, আমার কাছে বড় সৌভাগ্যের বিষয়।”

পাশাপাশি, অনুষ্কা(Anuska Sharma) তাঁর পোস্টে মনে করিয়ে দিয়েছেন, “আমি সবসময়ে ভাবতাম একদিন হয়তো তুমি এই সাদা জার্সিতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবে। কিন্তু তুমি সবসময়ে তোমার মনের কথা শুনেছো। এই বিদায় বেলায় তোমাকে অনেকটা ভালোবাসা, আর এটা তুমি নিজে অর্জন করেছ।”
Link: https://www.instagram.com/p/DJjH0kFMj3K/
উল্লেখ্য, কোভিড-পরবর্তী সময়ে দুর্বল পারফরম্যান্সের জন্য বিরাটের বরাতে জুটেছিল সমালোচনা, কটুক্তি, অপমান। অনেকেই তখন বলেছিলেন, বিরাটের এবার অবসর নেওয়া উচিত। এরপর রাজকীয় প্রত্যাবর্তন ঘটান তিনি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ-জেতানো ইনিংস খেলেন। টুর্নামেন্টে সর্বোচ্চ রানগ্রাহক ছিলেন। পাশাপাশি, ২০২৩ ওডিআই ওয়ার্ল্ড কাপেও সবচেয়ে বেশি রান করেছিলেন। পেয়েছিলেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। ৭৬ রান করে হন ম্যাচের সেরা। পাশাপাশি, ভারতের ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়েরও অন্যতম কারিগর ছিলেন বিরাট। গ্রুপ লিগে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত শতরান করেন। পাশাপাশি সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেন ৮৪। দুবারই ম্যাচের সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছিল তাঁকে।