শ্রীনগর: প্রায় দুই সপ্তাহ অতিক্রান্ত তবু পহেলগাঁও হামলার জঙ্গিদের ধরা সম্ভব হয়নি। এখনও তারা খোলা আকাশে বিচরণ করছে। এর মধ্যে অপারেশন সিঁদুর চালিয়ে পাক জঙ্গিদের বহু ঘাঁটি ভারতীয় সেনা উড়িয়ে দিয়েছে। কিন্তু এখনও পহেলগাঁও-এর মূল হামলাকারীদের খোঁজ পাওয়া যায়নি। এর মধ্যেই এবার মূল অভিযুক্তদের ধরতে স্থানীয়দের সাহায্য চাইল (NIA)।
Read More: ভারতের বিভিন্ন জেলে বন্দি পাক জঙ্গিদের উপর কড়া নজরদারি, নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের
এই মর্মে বৃহস্পতিবার এনআইএর তরফে একটি ফোন নম্বর প্রকাশ করে পর্যটক এবং স্থানীয় কাশ্মীরিদের কাছে আর্জি জানানো হয়েছে। যদি পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিদের সম্পর্কে কোনওরকম কোনও তথ্য তাদের জানা থাকে, সেই তথ্য তদন্তকারীদের(NIA) হাতে তুলে দেওয়া হোক। জানানো হয়েছে, সেদিনের হামলাকারীদের সম্পর্কে যদি অতিরিক্ত কোনও তথ্য বা ছবি-ভিডিও কিছু থেকে থাকে, তাহলে সেটা এনআইএ’র হাতে তুলে দেওয়া হোক।

সূত্রের দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই আর্জি কাজে দিয়েছে। ইতিমধ্যেই পহেলগাঁওয়ের হামলাকারীদের বেশ কিছু ছবি-ভিডিও এনআইএর হাতে এসেছে। কিন্তু এই তথ্যও যথেষ্ট নয়, এর বাইরে আরও তথ্য প্রয়োজন। জানা যাচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জঙ্গিদের ধরতে অপারেশনের গতি আরও বাড়াতে চলেছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1920546335679279237
কিছুদিন আগেই এনআইএর একটি সূত্র জানিয়েছিল, হামলাকারী ওই জঙ্গিরা এখনও দক্ষিণ কাশ্মীরের জঙ্গলঘেরা এলাকায় লুকিয়ে। শুধু হামলাকারীরা নয়, আরও বহু জঙ্গি ওই এলাকায় লুকিয়ে। তবে মূল হামলাকারীদের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে তারা। মূলত হামলাকারীদের কভার ফায়ার দেওয়ার জন্য এলাকায় অন্য জঙ্গিরা লুকিয়ে। আর মূল হামলাকারীরা দুর্গম জঙ্গলে লুকিয়ে থাকার জন্য নিজেদের মতো রসদও সঙ্গে রেখেছে। সেই জঙ্গিরা ইতিমধ্যেই সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পালিয়েছে কিনা, সেটা জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা।