প্রতিবেদন : স্থগিত হতে চলেছে এবছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ!(Indian Premier League) যুদ্ধ-পরিস্থিতিতে ক্রিকেটার ও সমর্থকদের নিরাপত্তার কথা ভেবেই এহেন সিদ্ধান্ত বিসিসিআইয়ের! সূত্রের খবর, কবে, কীভাবে টুর্নামেন্টের বাকি অংশের আয়োজন হবে, বা আদৌ হবে কিনা, সেটা নিয়ে অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করছে বোর্ড। সব পক্ষের সঙ্গে আলোচনার পরই সরকারিভাবে ঘোষণা করার সম্ভাবনা।
Read More: পাক সীমান্তরক্ষীদের মদতে ভারতে ঢোকার চেষ্টা! বিএসএফের গুলিতে নিহত ৭ জঙ্গি
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে ধরমশালায় মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস। কিন্তু লাগাতার পাকিস্তানের হামলার জেরে ব্ল্যাকআউট করে দেওয়া হয় ধরমশালা। একে একে নিভে যায় স্টেডিয়ামের আলো। এরপরই ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হয়। দর্শক এবং আইপিএল(Indian Premier League) কর্মকর্তাদের স্টেডিয়াম থেকে দ্রুত ফিরে যেতে বলা হয়। টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ধারণ করতে জরুরি বৈঠকে বসে গভর্নিং কাউন্সিল। সেই বৈঠকেই নাকি ঠিক করা হয়, আপাতত স্থগিত করে দেওয়া হবে মেগা টুর্নামেন্ট।

পাশাপাশি সূত্রের খবর, বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে দুশ্চিন্তায় বিদেশি তারকারা। পাঞ্জাব কিংসের দুই ক্রিকেটার মার্কাস স্টয়নিস এবং জস ইংলিশ উদ্বেগ প্রকাশ করে বাড়ি ফেরার ইচ্ছাও জানিয়েছেন। যুদ্ধের আবহে ক্রিকেটারদের নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে ভারতীয় বোর্ড। কীভাবে ক্রিকেটারদের বাড়ি ফেরানো যায়, তারও নীল নকশা তৈরি করা হচ্ছে বলে খবর। আইপিএলের বাকি অংশ কবে কীভাবে আয়োজন করা হবে, বা আদৌ হবে কিনা, সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার পর তা স্পষ্টভাবে জানানো হবে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1920753563250151922