নয়াদিল্লি: পহেলগাঁও হামলার বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’। পাকভূমিতে জঙ্গি ঘাঁটিগুলি নিশানা করে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। সারা দেশ তথা আন্তর্জাতিক স্তরেও ‘অপারেশন সিঁদুর’ এখন বহুল চর্চিত নাম। এবার এই মিশনের লোগোকে ট্রেডমার্ক হিসেবে পেতে চাইলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি।(Mukesh Ambani) শিক্ষা ও বিনোদনমূলক পরিষেবা দানের ক্ষেত্রে লোগোটি ব্যবহার করতে চান মুকেশ আম্বানি। এমনটাই খবর মিলছে।
Read More: কেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ হয়নি! ‘সুপ্রিম’ প্রশ্নে বিদ্ধ রাজ্যপাল
শুধু মুকেশ আম্বানিই নন, আরও তিন ব্যক্তি এই লোগোটি ব্যবহার করার আবেদন করেছেন। বুধবারই অপারেশন সিঁদুরকে ওয়ার্ক মার্ক হিসেবে নথিভুক্ত করার আবেদন করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।(Mukesh Ambani) পাশাপাশি মুকেশ চেত্রাম আগরওয়াল, গ্রুপ ক্যাপ্টেন কমল সিং ওবেরয় (অবসরপ্রাপ্ত) ও অলোক কোঠারি এই একই আবেদন করেছেন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1920554401149616213?s=19
প্রসঙ্গত, পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে মঙ্গলবার মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনারা। এই হামলায় বাহওয়ালপুরে জৈশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনর সদর দফতর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার সাংবাদিক বৈঠক করে এই হামলার বিস্তারিত তথ্য তুলে ধরেন বিদেশসচিব ও সেনা।