শ্রীনগর: ভারতে অনুপ্রবেশের চেষ্টা পাক জঙ্গিদের! বৃহস্পতিবার রাতেই জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পাক জঙ্গিদের ভারতে প্রবেশের চেষ্টা রুখে দিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী (BSF)। ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানের সীমান্তরক্ষীদের একটি ঘাঁটিও।
Read More: কলকাতা বিমানবন্দরে জারি হাই অ্যালার্ট, যাত্রী সুরক্ষায় একাধিক সিদ্ধান্ত
শুক্রবার সংবাদ সংস্থা পিটিআই-এর তরফ থেকে এই খবর জানানো হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতের এই ঘটনায় বিএসএফের(BSF) চেষ্টায় অন্তত ৭ জঙ্গি নিহত হয়েছে। বিএসএফের তরফে ওই সময়ের একটি ভিডিয়োও প্রকাশ করা হয়েছে। বিএসএফের দেওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে ঘন জঙ্গলের ছবি। নিস্তব্ধতার মধ্যে একের পর এক গুলি চলেছে। ভিডিয়োটি প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই-ও।

বিএসএফের তরফে জানানো হয়েছে, ৮ এবং ৯ মে-র মধ্যবর্তী রাতে সাম্বা সেক্টর দিয়ে জঙ্গিদের একটি বড় দল অনুপ্রবেশের চেষ্টা করে। নিরাপত্তা বাহিনীর নজরদারিতে তা ধরা পড়ে যায়। পিটিআইকে বিএসএফের এক মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তানি রেঞ্জার্স ঘাঁটি থেকে এই অনুপ্রবেশের চেষ্টাকে সাহায্য করা হচ্ছিল। অনবরত সেখান থেকে গুলি চালানো হচ্ছিল, যাতে ওই জঙ্গিরা উল্টোদিক থেকে কোনও বাধার সম্মুখীন না হয়। পাকিস্তানি রেঞ্জার্সের ধনধর পোস্টটিও বিএসএফের প্রত্যাঘাতে ধ্বংস হয়ে গিয়েছে বলে দাবি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1920751866624819582