প্রতিবেদন : ১৪ দিন কেটে গেলেও নেই কোনও খোঁজ। পাক রেঞ্জার্সের হাতে এখনও বন্দি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। পহেলগাঁও হামলার পর থেকে সীমান্তে টহলদারি বাড়িয়েছে বিএসএফ। সেই কাজ করতে গিয়ে ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে নিখোঁজ হয়েছেন বঙ্গসন্তান পূর্ণম। স্বামীকে ফেরাতে বিএসএফের হেড কোয়ার্টারেও গিয়েছিলেন পূর্ণমের স্ত্রী রজনী সাউ। আশা করেছিলেন, স্বামী ফিরবেন। কিন্তু অপারেশন সিঁদুর-এর(Operation Sindoor) পর থেকে দুশ্চিন্তায় পূর্ণমের পরিবার।
Read More: ‘স্যালুট জানাই’, ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ অভিষেকের
স্বামীর চিন্তায় দু’চোখে জল নিয়ে রজনী দেবী বলছেন, “এখন আর আশা দেখছি না। যুদ্ধ বেঁধে গিয়েছে। এখন পাকিস্তান আর হয়ত ছাড়বে না।” পহেলগাঁও হামলার পরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ভারত। পাকিস্তানের উপর চাপ বাড়াতে একাধিক চুক্তি বাতিল করা হয়েছে। এরই মাঝে মঙ্গলবার পহেলগাঁওয়ের প্রত্যাঘাতস্বরূপ ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)চালায় ভারতীয় সেনা। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র।

বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিনর সদর দফতর গুঁড়িয়ে দেওয়া হয়েছে জানিয়েছে সূত্র। মঙ্গলবার রাতেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে হামলার বিবৃতি দেওয়া হয়। তাতে জানানো হয়, পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জায়গায় জঙ্গিঘাঁটি লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’করা হয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1920104963591876729