প্রতিবেদন : মোদীর আমলে সারা দেশে ক্রমশ বেড়েই চলেছে বেআইনি ওষুধের রমরমা। মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে একাধিক ওষুধ কোম্পানি। আর তাতে মদত দিচ্ছেন চিকিৎসকদের একাংশও। ফার্মাসিউটিক্যাল কোম্পানিদের থেকে ঘুষ নিয়ে দামি ওষুধ প্রেসক্রিপশনে লিখে দেওয়ার প্রবণতা দিনেদিনে বেড়েই চলেছে। এমতাবস্থায় ওষুধ নির্মাতা সংস্থাগুলির অসাধু প্রবণতা রুখতে ফের চিকিৎসকদের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। (Supreme Court)
Read More: নিকাশি ও জঞ্জাল ব্যবস্থাপনার মানোন্নয়নে অভিনব পদক্ষেপ রাজ্যের
প্রেসক্রিপশনে ওষুধের ব্র্যান্ডনেমের পরিবর্তে জেনেরিক-নেম লিখতে কড়া নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।(Supreme Court)জানানো হয়েছে, প্রেসক্রিপশনে পছন্দের ব্র্যান্ডনেম দিয়ে ওষুধ লিখতে পারবেন না ডাক্তাররা। শুধুমাত্র জেনেরিক ওষুধের কথাই লেখা যাবে।

প্রসঙ্গত, রাজস্থানে এই নিয়ম আগেই ছিল। এবার সারা দেশে তা কার্যকর করার নির্দেশ দিল বিচারপতি সন্দীপ মেহতা, বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সঞ্জয় করোলের ডিভিশন বেঞ্চ। উক্ত নির্দেশ যথাযথভাবে কার্যকর হলে ওষুধ নির্মাতা সংস্থাগুলির ঘুষ-সংস্কৃতি আটকানো সম্ভব বলে মনে করছে শীর্ষ আদালত।
Link: https://x.com/ekhonkhobor18/status/1918647808984564131?s=19