কলকাতা: সম্প্রতি দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই ফ্রেমে দেখা যায় দিলীপ ঘোষকে। এরপর থকেই বঙ্গ বিজেপির অন্দরে বিভাজনের ঝড় তুঙ্গে উঠেছে। হেভিওয়েট গেরুয়া নেতারাও দিলীপ বিরোধী সুর তুলেছে। এহেন পরিস্থিতির মধ্যেই বিজেপির কর্মসূচিতে গরহাজির থাকছেন দিলীপ ঘোষ।(Dilip Ghosh)তবে কর্মসূচির তালিকা থকে কি বাদ পড়লেন দিলীপ! সেই প্রশ্নের জবাবেই সাফ জবাব দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
Read More: মাহি-বিরাট দ্বৈরথে বাধ সাধবে আবহাওয়া! শনিবারের হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টির ভ্রূকুটি
শনিবার প্রাতঃভ্রমণের সময়ে তাঁকে সরাসরি প্রশ্ন করা হয় দলের কর্মসূচি লিস্টে আপনি কি বাদ পড়েছেন? তাঁর উত্তর, “আমার অফিসিয়াল কোনও কর্মসূচি নেই। আমার তো আপাতত অন্য কোনও কর্মসূচি নেই। সকাল থেকে মিডিয়া, কত লোক দেখা করতে আসে। তাদের সময় দিতে হয়। সেটা তো কর্মসূচির মধ্যে থাকে না। আমি ওইটা নিয়ে কোনও দিনই ভাবিত নয়।” পালটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, “আমি গত ৩ বছর ধরে দলের কোন কর্মসূচিতে থাকি?”

দিঘায় জগন্নাথধামের উদ্বোধনে দিলীপের(Dilip Ghosh)+উপস্থিতিকে ভালো চোখে দেখেননি বিজেপির বহু নেতাই। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ সৌমিত্র খাঁ সহ বিধায়ক অশোক দিন্দা তাঁর বিরুদ্ধে মন্তব্য করতে ছাড়েননি। অশোক দিন্দা আক্রমণ করে বলেন, “যে সময় হিন্দুরা মরছেন, সেখানে যাচ্ছেন না। জগন্নাথ মন্দিরে চলে গেলেন।” এমনকী দিলীপের বিয়ে নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1918653847024910426?s=19
দিন্দার মন্তব্যে পাল্টা জবাব দিতে ছাড়েননি দিলীপ ঘোষ। দিলীপ এদিন বলেন, “দেখে রাখুন কী হচ্ছে। আগেও এরকম অনেকে বলেছে। পরে পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়েছেন। যাঁরা হঠাৎ বিজেপি, তাঁরা অনেক কিছু বলবে। তার উত্তর দেওয়ারও দরকার নেই।” তিনি আরও বলেন, “সবার বলার অধিকার আছে। আমি কারও সমর্থন চাই না। দিল্লিতে যখন বিমানে করে করে নিয়ে গিয়ে লোক জয়েন করানো হতো তখন আমাকে ডাকা হতো। আমি যেতাম না। আমি বাংলার রাজনীতি করি। পার্টি দাঁড় করিয়েছি। সেই পার্টিতে যারা অন্য দল থেকে এসেছেন তাঁরা এখন বড় বড় কথা বলছেন।”
প্রসঙ্গত, দিলীপ ঘোষের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই দলের অন্দরে ভাঙনের খবর আসতে থাকে। বিজেপি ও সংঘ দিলীপের বিয়েকে ভালো চোখে দেখছিল না বলেও কানাঘুষো শোনা যায়। কিন্তু এরপর দিঘায় দিলীপের সঙ্গে মুখ্যমন্ত্রীর খোশমেজাজে আড্ডার ছবি দেখে ভাঙন প্রকাশ্যে চলে এসেছে বিজেপির। গেরুয়া শিবিরের অন্দরে দিলীপকে নিয়ে চর্চা এখন তুঙ্গে। এর মাঝে আবার দিলীপের তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও গুঞ্জন চরমে উঠেছে। যদিও তাকে মান্যতা দেননি দিলীপ ঘোষ।