কলকাতা : মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে অফের আশা জিইয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স।(KKR )শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে গেলে ম্যাচটি জিততেই হত নাইটদের। তবে, জয়ের আনন্দের মাঝে আচমকাই দুশ্চিন্তার মেঘ কেকেআর শিবিরে। চোট পেয়েছেন দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে। বাকি ম্যাচগুলিতে তিনি খেলতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।
Read More: ঘরে বসেই মিলবে প্রসাদ ও ছবি, জগন্নাথধামের দ্বারোদঘাটনে সম্প্রীতির বার্তা মমতার
এদিন দিল্লির ইনিংসের ১১তম ওভার চলাকালীন কভারে ফিল্ডিং করছিলেন রাহানে। ফাফ ডু প্লেসিসের একটি জোরালো শট বাঁচাতে গিয়ে আঙুলে চোট পান তিনি। বল এতটাই জোরে লাগে যে, আঙুল ধরে বসে পড়তে দেখা যায় তাঁকে। ছুটে আসেন ফিজিও। চোটের পরিস্থিতি বুঝে তিনি রাহানেকে উঠে যেতে বলেন। বাকি সময়টা নাইটদের নেতৃত্ব দেন সুনীল নারিন। আইপিএলের বাকি ম্যাচগুলিতে রাহানে নামতে পারবেন কিনা, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

জানা গিয়েছে, রাহানের চোট খতিয়ে দেখবেন চিকিৎসকরা। ম্যাচের পর কেকেআর(KKR )স্পিনার অনুকূল রায় সমর্থকদের আশ্বস্ত করেন। “চোট দেখে তো খুব একটা গুরুতর মনে হচ্ছে না। সেরে উঠতে হয়তো দু-তিনদিন সময় লাগতে পারে। এ ব্যাপারে ডাক্তাররা ঠিকঠাক বলতে পারবেন। কিন্তু আপাতত ও ঠিকই আছে। কয়েকটা সেলাইও পড়েছে। যদিও তা সামলে নেওয়া সম্ভব”, জানিয়েছেন অনুকূল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1917580717950919076?s=19
তবে পরবর্তী ম্যাচ খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী রাহানে। তাঁর কথায়, “চোট এমন কিছু গুরুতর নয়। আমি ঠিকই আছি। আশা করি খুব তাড়াতাড়ি সেরে উঠবে।” নাইটদের আগামী ম্যাচ রবিবার, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ম্যাচের আগে হাতে খানিকটা সময় থাকায় চোট সারিয়ে উঠবেন রাহানে, এমনই আশা রাখছেন কেকেআর সমর্থকরা। চলতি আইপিএলে নাইটদের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার রাহানেই। ১০ ম্যাচে ২৯৭ রান করেছেন নাইট-অধিনায়ক। ফলত আগামী ম্যাচগুলিতে তাঁকে যে দলের প্রয়োজন, তা বলাই বাহুল্য।