কলকাতা: সোমবার রাতের ঝড়বৃষ্টির পরে কলকাতায় তাপমাত্রা নেমে গিয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। মঙ্গলবারও দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা।(Weather Update)বিক্ষিপ্তভাবে কালবৈশাখী হতে পারে কয়েকটি জেলায়। শিলাবৃষ্টি, বজ্রপাতেরও সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস।
Read More: দিঘার জগন্নাথধামের উদ্বোধনী অনুষ্ঠান রাজ্যের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে বিশেষ নির্দেশ মমতার
রাজ্যজুড়ে আগামী ৫ দিন অর্থাৎ চলতি সপ্তাহে তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। মঙ্গলবার কলকাতা থেকে নদিয়া পর্যন্ত সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।(Weather Update)সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধ থেকে শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। পশ্চিম ও পূর্বের জেলা-সহ কলকাতা, হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে।

উত্তরবঙ্গে সব জেলায় আজও ঝড়বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টি কমতে পারে। শুক্রবার আবার ঝড়বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি – এই ৫ জেলায়। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কমবে। শুক্রবার ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং থেকে মালদহ – সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায়।
Link: https://x.com/ekhonkhobor18/status/1917195897928339460?s=19
আবার, ওড়িশা ও বাংলা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। রয়েছে জলোচ্ছ্বাসের আশঙ্কা। তাই আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করছেন আবহবিদরা।
প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৯৬ শতাংশ।